অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
প্রসীদ জগন্মাতা
শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়
=================================================================================
অনেক হল আত্মপীড়ন, এবার মা মুখ তোলো;
অনেক হল রক্তক্ষরণ, এবার তো চোখ খোলো।
সৃজন তোমার নয় তো খেলা, কষ্ট তো কম নয়...
যাদের তুমি সৃষ্টি করো, তাদের হাতেই লয়?
রক্ত দুধে ভিজিয়ে যাদের গর্ভে বক্ষে ধরো,
তারাই তোমায় বর্জ্যে ফেলে সহ্য কেন করো?
তোমার পক্ষপাতে যারা অধিক বলশালী,
তাদের পায়ে পিষ্ট হয়েও হাসছ কেন খালি?
কালের তুমি অধীশ্বরী, তুমিই মহাকালী;
কালের হাতে বন্দী হয়েও দিচ্ছ করোতালি!
ডিম্বাণুতে সুপ্ত জীবন গর্ভে মহাবিশ্ব,
প্রজাপতি স্রষ্টা কীসের? সে তো তোমার শিষ্য।
প্রসন্ন হও জগন্মাতা, আত্মঘাতী নয়;
আত্মজাতে তোমার ধারা পুত্রে শুধু লয়।
প্রসন্ন হও হরপ্রিয়ে মধুরাত্রী শেষে,
কন্যা যেন তৃপ্ত হতে পারে পারে ভালোবেসে।
জীবনসাথী ক্রতা কেন, বশ্য হবে তার –
চিতায় পুড়ে ছাই হয়ে যাক সমস্ত বিকার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন