অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারীর নাম নদী


রনি অধিকারী
===========================================================================


এই পথ মিশে যায় নদী জল অথৈ সমুদ্দুর

সূর্যালোকে জলস্তম্ভ যেন এক পাহাড় প্রাচীর।

প্রশ্নের শাসন ভাঙে অতঃপর ছুটে চলে ভয়

তবু ভয়ে বুক কাঁপে কেন যেন মানে না শাসন।

সব কিছু মনে হয় পড়ে আছে অজ্ঞাত আড়ালে

অচেনা বাতাস ছোঁয় সাঁই সাঁই শরীরের ভাঁজ...

মায়াবী চোখের জলে জন্ম নেয় অপলক নদী

জলকষ্ট জলমেয়ে আহারে নারীর নাম নদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন