শুভাশিস দাশ
========================================================
নারী মানে প্রথম পাওয়া
নরম মায়ের কোল
ঘুম পাড়ানি মাসি পিসির
মিষ্টি মধুর বোল ।
নারী মানে প্রথম পাঠের
আলোর দিশা দেয়া
নারী মানে সাহস দিয়ে
বাইতে বলে খেয়া ।
নারী মানে মায়ের স্নেহ
ভালবাসার ফুল
গড়তে জীবন একটি নারী
বড়ই যে হেল্পফুল ।
নারী মানে অনেক কিছু
দুর্গা মহামায়া
ছোট্ট থেকে শেষ বেলাতেও
দেন যে তাঁরা ছায়া ।
এই নারীকে শ্রদ্ধা জানাই
প্রণাম শতেক বার
নারী মানে উত্স যে এক
জীবন পথে চলার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন