অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

শপথ


বন্যা ব্যানার্জী
========================================================================================


এখনো মাটিতে রক্তের দাগ।

এখনো পথের দাবীতে পাথর

কলঙ্ক থাবা ওত পেতে থাকে

চাঁদের গায়েতে বসাবে আঁচড়।



এখনো মেয়ে টা ইচ্ছে লুকোয়

এখনো মেয়ের কান্নায় বুক

বারুদ বইছে গোপন ক্ষত

আড়মোড়া ভাঙে বলিয়ান সুখ।



আয় মেয়ে আয় রাখ হাতে হাত

পার হয়ে যাই অগ্নি এ পথ

তোর ইচ্ছা আগল ভাঙুক 

দশভূজা নিক নতুন শপথ।।

1 টি মন্তব্য: