পণ্য
===============
হামিদুল ইসলাম
===============
জীবনের সাধনা জমিয়ে রাখি হৃদয় সমুদ্র বরাবর
স্রোতের দাবানলে পোড়ে ণিজন্ত অতীত
ফেলে আসি শৈশব
শূন্য অক্ষরেখায় প্রহরী হয়ে দাঁড়িয়ে এখনো নির্জন রাতের ট্রাম ।।
শিরদাঁড়া সোজা রাখি যতোদূর পেছনে ঠেকে হাত
হৃদয়ে আঁচড় কাটে বন্ধ কারখানা
আটাত্তর দিনে ভাঙে ব্যারিকেড
মস্ত সে জীবন। হাজার হাজার ধর্মঘটী শ্রমিক
বুভুক্ষার ময়দানে প্রতিদিন যুদ্ধ করে শোষকের বিষাক্ত দাঁতে রাখে দাঁত ।।
হাতের পেশিতে পাতানো হাত
এককাট্টা মানুষ। আগুনে আগুনে নেয় আঁচ
ঘরে ঘরে কাড়া নাকাড়া
জীবন ভেঙে দেখি জীবনের গভীরে কেবল দিন বদলের বিমূর্ত ইতিহাস ।।
ছায়ার মতো প্রসারিত ইমন কাঙ্খা
গ্রেনফেল টাওয়ারে আগুন
পুড়ে যাচ্ছে কাচের সভ্যতা
খানকা কারাগারে ফতেহ মিছিল। কাফন ওড়ে রক্তে
রৌদ্রস্নাত দুপুর। ঘাম নুন জলে সাজিয়ে নিচ্ছি এলেমে রাখা যুদ্ধের বৃষ্টিদিন ।।
ফেলে আসি সাত পুরুষের বসতবাটি
জীবন যুদ্ধের পণ্য। বিকিকিনি বারোমাস।
===============
হামিদুল ইসলাম
===============
জীবনের সাধনা জমিয়ে রাখি হৃদয় সমুদ্র বরাবর
স্রোতের দাবানলে পোড়ে ণিজন্ত অতীত
ফেলে আসি শৈশব
শূন্য অক্ষরেখায় প্রহরী হয়ে দাঁড়িয়ে এখনো নির্জন রাতের ট্রাম ।।
শিরদাঁড়া সোজা রাখি যতোদূর পেছনে ঠেকে হাত
হৃদয়ে আঁচড় কাটে বন্ধ কারখানা
আটাত্তর দিনে ভাঙে ব্যারিকেড
মস্ত সে জীবন। হাজার হাজার ধর্মঘটী শ্রমিক
বুভুক্ষার ময়দানে প্রতিদিন যুদ্ধ করে শোষকের বিষাক্ত দাঁতে রাখে দাঁত ।।
হাতের পেশিতে পাতানো হাত
এককাট্টা মানুষ। আগুনে আগুনে নেয় আঁচ
ঘরে ঘরে কাড়া নাকাড়া
জীবন ভেঙে দেখি জীবনের গভীরে কেবল দিন বদলের বিমূর্ত ইতিহাস ।।
ছায়ার মতো প্রসারিত ইমন কাঙ্খা
গ্রেনফেল টাওয়ারে আগুন
পুড়ে যাচ্ছে কাচের সভ্যতা
খানকা কারাগারে ফতেহ মিছিল। কাফন ওড়ে রক্তে
রৌদ্রস্নাত দুপুর। ঘাম নুন জলে সাজিয়ে নিচ্ছি এলেমে রাখা যুদ্ধের বৃষ্টিদিন ।।
ফেলে আসি সাত পুরুষের বসতবাটি
জীবন যুদ্ধের পণ্য। বিকিকিনি বারোমাস।
সখ্যতার তরবারি গোঁজা বৈষম্যের সন্ধ্যায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন