সুপ্রিয় বন্ধু সেই সেপ্টেম্বরে আমরা প্রকাশ করেছিলাম অন্যমনে।তারপর অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর।
আমরা তো এই সময় আমাদের চিন্তা চেতনা ছেড়ে তাঁদের সাজিয়ে দেওয়া ছন্দে পা মেলালাম।মেতে ওঠার এই কার্নিভালে আমাদের সময় কোথায় ? বহুদিন পর চেনা মাস্কের বর্ম সরিয়ে মেতে উঠলাম আনন্দে, গা ভাসিয়ে দিলাম তাদের পেতে দেওয়া কার্পেট। মা লক্ষ্মী এসে ভান্ডার উপুড় করে আমাদের আশীর্বাদ দিলেন
এদিকে চেনা ছন্দের দাবা খেলায় আমরা হারতে হারতে এসে আমার আবারও নিজেদের খোপ বন্দি করে ফেলেছি।এবার আমাদের খেলা না ছোঁয়ার খেলা।
আমরা মানুষরা কেমন অদ্ভুত এক আত্মশ্লাঘায় ভর দিয়ে উঠে দাঁড়িয়ে উড়তে পারার চেষ্টা করে চলি।
অথচ আমরা বুঝতেই চাই না যে উত্তরণের জন্য প্রয়োজন হয় একটা মস্ত রানওয়ের .......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন