ক্যানভাস
===============
সুতপা পূততুণ্ড
===============
সাদা ওড়নার ক্যানভাসে নিষ্ঠুর রঙ
ছড়ানোয় একটা আলাদা আনন্দ আছে!
হরিণের বনে ওত পেতে থাকে ,
শহুরে হায়না !
তারা কাঁচা মাংস ছাড়া কিছু খায় না!
সেই ক্যানভাসের অধিকার শুধু
তার মালিকের থাকে না!
সেখানে ভাগ বসায় তার প্রতিপক্ষ ,
কিছু রঙিন স্রোত বয়ে যায় পাহাড়
থেকে সমতলে ।
নগ্ন পাথর তার সাক্ষী হয়ে থাকে,
নীল হয়ে যাওয়া ক্যানভাসে নতুন
কোরে আর রঙ ধরে না!
বড় বেসামাল তার জীবন শৈলী
নুড়ির মত টুকরো টুকরো হয়ে
যাওয়া এক একটা মুহূর্ত !
যন্ত্রণার ভার বয়ে বেড়ায়
নেমে আসে হড়কা বান
সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার ,
বন্দকি প্রতিশ্রুতির বিনিময় আত্মসম্মান ।
===============
সুতপা পূততুণ্ড
===============
সাদা ওড়নার ক্যানভাসে নিষ্ঠুর রঙ
ছড়ানোয় একটা আলাদা আনন্দ আছে!
হরিণের বনে ওত পেতে থাকে ,
শহুরে হায়না !
তারা কাঁচা মাংস ছাড়া কিছু খায় না!
সেই ক্যানভাসের অধিকার শুধু
তার মালিকের থাকে না!
সেখানে ভাগ বসায় তার প্রতিপক্ষ ,
কিছু রঙিন স্রোত বয়ে যায় পাহাড়
থেকে সমতলে ।
নগ্ন পাথর তার সাক্ষী হয়ে থাকে,
নীল হয়ে যাওয়া ক্যানভাসে নতুন
কোরে আর রঙ ধরে না!
বড় বেসামাল তার জীবন শৈলী
নুড়ির মত টুকরো টুকরো হয়ে
যাওয়া এক একটা মুহূর্ত !
যন্ত্রণার ভার বয়ে বেড়ায়
নেমে আসে হড়কা বান
সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার ,
বন্দকি প্রতিশ্রুতির বিনিময় আত্মসম্মান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন