অনেকদিন আসেনি এই শহরে । খবর পেয়েছে কী এক মহামারীতে শহরের মানুষজন সব মারা গেছে । বিশ্বাসই হয় না কথাটা । স্বচক্ষে দেখতে তাই এই শহরে আসা জীবনের ।
রাস্তার একাধার দিয়ে হাঁটছে সে । সুন্দর সুন্দর বাড়িগুলোর বারান্দায় রোদমাখার জন্য চেয়ার পাতা , সাজানো বাগানগুলোয় রংবেরঙের ফুল , সুদৃশ্য দরজাসব হাট করে খোলা । অথচ মানুষ নেই ।
রাস্তার একাধার দিয়ে হাঁটছে সে । সুন্দর সুন্দর বাড়িগুলোর বারান্দায় রোদমাখার জন্য চেয়ার পাতা , সাজানো বাগানগুলোয় রংবেরঙের ফুল , সুদৃশ্য দরজাসব হাট করে খোলা । অথচ মানুষ নেই ।
একটু এগোতেই চোখে পড়ল , সভ্যতার বয়সী এক মানুষ রাস্তায় বসে কংকাল সাজিয়ে। সে বিড়বিড় করে বলছে , ' আমারই ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে গড়া মানুষেরা আজ আর কেউ নেই । অথচ আমি বেঁচে । এই শহর এখন কালো সময়কে ধারণ করা পরাজিত স্বার্থপর মানুষের জীবনোপাখ্যান । '
মানুষটিকে হাত ধরে তুলে জীবন বলল ,
' ভেঙে পড়বেন না । মানুষ কখনও কখনও পরাজিত হয় নিজের দোষে , কিন্তু সে মৃত্যুহীন । প্রাণবাজি রেখে ঘুরে দাঁড়ান । ব্রহ্মকমল হাতের নাগালে আসবেই । উত্তরণ অবশ্যম্ভাবী । ' সভ্যতার হাত ধরে হাঁটতে লাগল জীবন পৃথিবীর পথে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন