একটি দিনের গল্প
==================
রীতা রায়
==================
একদিন 'সকাল' জেগে উঠে সূর্যের হাসি হাসি মুখ দেখে জানতে চাইলো-- প্রতিদিন মনে হয় আমি কারো সংস্পর্শে আছি কিন্তু চোখ খুলে কাউকে দেখতে পাইনা.. সে কে?
সূর্য মুচকি হেসে বললো -- 'রাত্রি'।
সকাল চললো রাত্রির খোঁজে। বেশ খানিকটা এগিয়ে সূর্যের তাপে সে হাঁপিয়ে পড়লো। 'দুপুর'কে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে বললো-- দুপুরভাই, রাত্রির সাথে দেখা হলে বলোতো দেখা করতে। দুপুর ছুটতে ছুটতে অনেকটা এগিয়ে ক্লান্ত হয়ে পড়লো। গাছের ছায়ায় বিশ্রাম নিতে নিতে 'বিকেল'কে শান্ত ধীর পায়ে এগোতে দেখে বললো -- রাত্রিকে বলো সকাল দেখা করতে চাই। খানিকটা এগিয়ে বিকেল 'সন্ধ্যা'কে দেখতে পেল। সূর্যাস্তের শেষ ছটায় নতুন কনের মতো দেখাচ্ছে তাকে। বিকেলের ঘুম ঘুম পাচ্ছে তাই সন্ধ্যাকে বলে দিল রাত্রির কাছে 'সকাল'এর বার্তা পৌঁছে দিতে। সন্ধ্যা বার্তা পৌঁছেই আরাম করতে গেল। 'রাত্রি' জেগে বসে রইলো সারারাত সকালের অপেক্ষায়।
সকাল জেগে উঠে রাত্রিকে খুঁজে পেলোনা। সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত.. সবাই পাশাপাশি থাকে তবু, কেউ কাউকে ছুঁতে পারেনা। আমরাও নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে না ছুঁয়ে পরস্পরে পাশাপাশি থাকি, তাহলে নিশ্চয়ই মারীমুক্ত দিন ফিরে পাবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন