অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

অণুগল্পে সিদ্ধার্থ

  

 

ব্যথা
================
সিদ্ধার্থ সিংহ
================



স্বামীকে পেট চেপে খাটের উপরে শুয়ে থাকতে দেখে বউ জিজ্ঞেস করল, কী হয়েছে?

স্বামী বলল, ভীষণ পেট ব্যথা করছে।

বউ বলল, সকাল থেকে খালি পেটে আছ তো... সেই জন্যই বোধহয় হচ্ছে!

--- খালি পেটে ব্যথা করে?

বউ বলল, হ্যাঁ তো।

--- ও, তাই বলো।

--- কী?

স্বামী বলল, এ বার বুঝতে পারলাম, তোমার কেন মাথা ব্যথা করে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন