অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

অণুগল্পে ভাস্কর

 

 


লাল
===================
ভাস্কর পাল
===================



চোখটা খুলে আবারও বন্ধ করে নিল স্বয়ংসৌম্য। দ্বিতীয়বার চোখ খোলার আগে সে বুঝে নিতে চাইলে চারপাশ।

চারদিকে একটা নড়াচড়ার অনুভূতি । কিছুটা এলোমেলো ধাতব শব্দ!



- আর কয়েকজন সাথে থাকলেই তারা ভোটলুঠ হয়তো রুখে দিতে পারত। ওর মনে পড়ল সেই হাতটার কথা। এই তো কিছুদিন আগেই ওই হাতটা কাকুতি মিনতি করেছিল অক্সিজেনের জন্য। ওই শীর্ন বয়স্ক মানুষ তখন অক্সিজেনের জন্য ছটফট করছে।

ওই রকম অনেক অনেক হাতে খাবার তুলে দেওয়ার জন্য ওরা খুলেছিল কমিউনিটি কিচেন।

ওই হাত এমন আরো অনেক হাত তখন হাত বাড়িয়ে ভালোবাসা ছড়িয়েছিল।

অথচ সেই হাত !!

আচ্ছা; পোষা হাতগুলো কি শ্বাপদের চেয়েও বেশি ভয়ংকর হয় ?

প্রভুভক্তি কি জীবন মূল্যবোধের চেয়েও মূল্যবান ?

ভালোলাগা, ভালোবাসা,চিন্তা চেতনার রঙ কি লাল ?

ঠিক তখনই চিনচিনে কিছু একটা তার ডেলটয়েড বিদ্ধ করে শিরার ভেতর দিয়ে ঘুরে ঘুরে উঠতে থাকে।

উঠতে উঠতে সেটা এখন ব্লাড ব্রেন বেরিয়ার অতিক্রম করে তার চোখ দুটিকে আবারো ঘোলাটে করে দেয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন