অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় স্বপন গায়েন

 

 

 


পণ্য
=============
স্বপন গায়েন
=============



শাড়ির শেষ অংশ ছুঁয়ে আছে শরীর
খসে পড়া তারার মতো পলকা।


নগ্ন শরীরের উপত্যকা ভাঙতে ভাঙতে
আগুন ধরে যায় জীর্ণ শীর্ণ দেহে।


নষ্ট সহবাসের অছিলায় ভেসে যাই
দেওয়ালে আমাদের পূর্বপুরুষ হাসছে।


হাতের মুঠোয় নারীকে করেছ পণ্য
ইতিহাসের পাতায় উড়ছে ধুলো ঝড়।


মধ্যরাতে হাহাকার করে নারী দেহ
যন্ত্রণাকাতর হরিণীর মতো ছটফট করে।


উদ্যাম নাচ গানে ডুবে যায়
ভালোবাসাহীন শরীরী খেলাঘর।





 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন