অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় অমিত

 

 

 

স্রোত
================
অমিত কুমার রায়
==================



ফল্গু নদী দেখেছো?

দেখেছো তার চোরা- বালি?

তলে তলে কত জল জমা?

বিস্ময় কমা সেমিকোলন যতিচিহ্ন?

নাহ্ এখানে কিছু নয়

ভেতরে ভেতরে চোরা স্রোত !


পণ্যেরও সহস্র স্রোত,

স্রোত বহে চলে

নগরে বন্দরে --- ওঠা নামা,

স্রোত বহে চলে

রাজ্য রাষ্ট্র বিদেশ।


পণ্যের দরকষাকষি চলে

হাটে বাজারে দোকানে

পাথর হৃদয় মনে

এমনকি ঘরের কোণে !



পণ্য হয় ফসল সুন্দরী

ভোজ্য পণ্য, প্রসাধনী পণ্য, মন তুষ্টির পণ্য

পণ্য করা হয় নারীকে

পণ্য করা হয় কিশোরীকে

পণ্য করা হয় শিশু - কন্যাকে !



পণ্য শব্দটা

কারো কাছে নিঙড়ে নেওয়া

কাউকে ছিঁড়ে নেওয়া

বেড়ার পাশের চাঁপা ফুল,

কারো কাছে পণ্য আতঙ্ক

কারো কাছে ঐশ্বর্য ইমারত !


পণ্যের পথ

জলে স্থলে অন্তরীক্ষে

পণ্য যাদুকরী রূপবতী কন্যা

কেউ ধর্ষণ করে

কেউ বা ভক্ষণ করে,

কেউ পাচার করে ---

পণ্য পালন করেনা কেউ

পণ্য পোষা হয়

মুরগিকে যেমনটি.....

তারিয়ে তারিয়ে চাখে

অন্ধ ধৃতরাষ্ট্র, শকুনি, দুঃশাসন

দুর্যোধনেরা ---ওই দিকে দেখো...।



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন