অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় মশিউর

  

 

ভালোবাসা থাকে টিকে
=================
মশিউর রহমান
=================


শতশত কংক্রিট আর ইট পাথরের লোকালয়ে

মানবতার ঘটে বিপর্যয় টিকে থাকার লড়াইয়ে।

সবই আজ পন্য টাকা দিয়ে যায় কেনা

ভালোবাসি বলে যারা কান করে ঝালাপালা

স্বার্থ ফুরালে তাদেরও যায় বেশ চেনা।

তাই বলে পিতল কি হয় কখনও সোনা!

মা এর ভালোবাসা অমূল্য থাকে সারাবেলা।

সারা পৃথিবী আজ হয়েছে মুক্তবাজার

সব এখন টাকা পয়সা লেনদেনে যায় পাওয়া

স্বার্থ ফুরায় সব হারায় কে তখন কার

তাই বলে পাথর কি মূল্য পায় হীরার!

সন্তান সব সময় নিরাপদ পিতার স্নেহ-ছায়ায়।

সব হারিয়ে যায় একদিন সময়ের অন্তিম ডাকে

যুগ যুগ পৃথিবীতে শুধু ভালোবাসা থাকে টিকে।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন