অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

সম্পাদকীয়


 

 সম্পাদকীয়:-

গোলার্ধ থেকে গোলার্ধে বদলে যায় ঋতুর আবহ।প্রখর গ্রীষ্মের দাবদাহ, বর্ষার মেঘমল্লার তারপর শীত শীত ভাব ওলা আঁচে সেঁকে নেয়া মন।সেভাবেই উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ফিরে আসে "বড়দিন"। ক্যালেন্ডারের পাতায় ২৫শে ডিসেম্বর। অনেক দেশের অর্থনৈতিক ব্যবস্থায় বড়দিন বৃহত্তম বাৎসরিক ঘটনা। প্রায় সকল পাইকারি বাজার ও দোকানে এই উপলক্ষে ব্যবসাবাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায়।

 

কিন্তু প্রথম বিশ্বের ঝলমলে ফুটপাত ছেড়ে তৃতীয় বিশ্বের বড় রাস্তা বরাবর হাঁটলে শতছিন্ন আশ্রয়, ময়লা জামা অথচ অমলিন হাসি,সেও এক বড় দিন।এক দিনের হইহুল্লোড়ে কুঁকড়ে থাকা প্রতিটা দিন হাড় জিরজিরে। তবুও চোখ আর মনের জানলা খুলে অমলকান্তি আজও হয়তো ছাদ ফুটো ত্রিপল দিয়েই খোঁজে সূর্য। প্রতিদিন চায় আলো নিয়ে নিরাপদ আশ্রয়ে ফিরতে। রাস্তার পাশে গোলাপ ফুল বিক্রি করা মেয়েটার হাসিতেও গরম ভাতের গন্ধ।

 

প্রতিটা অনিরাপদ নিরাপত্তাহীন দিন ছেড়ে সবকিছু সুনিশ্চিতকরণের আরও "বড় দিন" আসুক ফিরে। পৃথিবীর বিভিন্ন গোলার্ধের কবি ও লেখকের কলমের আবেগ সংকলিত করার চেষ্টা করেছি । যে আবেগের পুঞ্জীভূত আলোক রাশি  আঁধারের কালি মুছিয়ে এক নতুন ভোরের বড় দিন সূচনা করবে ।

1 টি মন্তব্য: