শীত মানে বড়দিন
======================
সুধাংশুরঞ্জন সাহা
======================
শীত মানে ভোরগুলো
কুয়াশায় ঢাকা ।
শীত মানে কাঁপা কাঁপা
পথঘাট ফাঁকা ।
শীত মানে পাখি ওড়া
ভোর ভোর আলো ।
শীত মানে ভেসে চলা
মেঘে মেঘে কালো ।
শীত মানে কুবোপাখি
ডাকাডাকি ক্ষীণ ।
শীত মানে পরিযায়ী
পাখিপরা দিন ।
শীত মানে নানা মেলা
ভেঁপু বাঁশি গজা ।
শীত মানে বড়দিন
খুশি আর মজা ।
শীত মানে ভাবাবেগ
মনে মনে ঠাসা ।
শীত মানে ভেসে চলা
জীবনের আশা ।
শীত মানে গাছপালা
হাড় জিরজিরে ।
শীত মানে বড়দিন
আসে ফিরে ফিরে ।
সুধাংশুরঞ্জন সাহা
======================
শীত মানে ভোরগুলো
কুয়াশায় ঢাকা ।
শীত মানে কাঁপা কাঁপা
পথঘাট ফাঁকা ।
শীত মানে পাখি ওড়া
ভোর ভোর আলো ।
শীত মানে ভেসে চলা
মেঘে মেঘে কালো ।
শীত মানে কুবোপাখি
ডাকাডাকি ক্ষীণ ।
শীত মানে পরিযায়ী
পাখিপরা দিন ।
শীত মানে নানা মেলা
ভেঁপু বাঁশি গজা ।
শীত মানে বড়দিন
খুশি আর মজা ।
শীত মানে ভাবাবেগ
মনে মনে ঠাসা ।
শীত মানে ভেসে চলা
জীবনের আশা ।
শীত মানে গাছপালা
হাড় জিরজিরে ।
শীত মানে বড়দিন
আসে ফিরে ফিরে ।
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন