অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

মায়া পথ


 

 

মায়া পথ
==============
নূরে জান্নাত
==============

এক হেমন্তে তুমি নরম

ঘাসের গায়ে ঘর বেঁধো

সূর্য,ঘাস ফড়িং অথবা

শিশির হয়ে।

আমি গ্রাম্য মায়া সেজে

মেঠো পথ ধরে হেঁটে যেতে

লুকিয়ে ফেল তোমার

ধুপধুপানি বুকের গহীনে।

ভালোবাসাবাসি শেষে আমাকে সাজিও

পাতার পুতুল

তুলির চিত্রে চোখের হাসি।

বেলা ফুরোবার আগে না হয়

ফিরিয়ে দিয়ো

মাটিতে পরে থাকা পিঁপিলীকার ঠোঁট

প্রেমের আঙুল আর

কুঁড়ে ঘরের হৃদপিন্ড।

তারপর.. ইশারায় দেখিয়ে দিয়ো

মনের মগজ ও মায়া পথ।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন