অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

২০ এর বড়দিন

 

২০ এর বড়দিন
======================
সৌমেন দেবনাথ
======================



বিশ্বজুড়ে চলছে জ্বরা

এবারের অবস্থা ভিন,

এর মাঝে আনন্দ দিতে

এসেছে বড়দিন।



গীর্জা সাজছে আলোকসজ্জায়

বাজছে বক্সে গীতি,

বন্ধুর বুকে বুক মিলবে না

মনে ভাইরাস ভীতি।



শোভাযাত্রা, সমারোহ

করো না এবার কেউ,

যে কাউকে ধরবে করোনা

চলছে দ্বিতীয় ঢেউ।



সেজেগুজে গীর্জা ঘুরবে

দেখবে ঘুরে মেলা,

মুখে মাস্ক পরবে সবাই

করবে না কেউ হেলা।



যিশুর জন্মের শুনবে কথা

বাড়বে জানার গতি,

মা মেরির শুনবে ইতিহাস

মেনে স্বাস্থ্য নীতি।



উপহার নিও ছোট্টরা

সান্টাক্লজের থেকে,

এবার ফূর্তি করবে না কেউ

বন্ধু-বান্ধব ডেকে।



আপন হাতে নিও তোমরা

ক্রিসমাস ট্রি সাজিয়ে,

চিত্রশিল্পে যিশুর জন্ম

দেখবে দূর দাঁড়িয়ে।



যিশুর কাছে চেও ক্ষমা

মনের থেকে ডেকে,

পৃথিবী যেন মুক্তি পায়

মহামারী থেকে।

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন