বড়দিন ! বড়দিন !!
===========================
গোবিন্দ মোদক
===========================
শান্তি, ক্ষমা ও প্রেমের বাণী শুনিয়েছিলেন যিনি,
মহা-মানব "যীশু" নামে তাঁকেই আমরা চিনি ।
তাঁর জন্মের দিনটিই আজ 'বড়দিন' নামে খ্যাত,
বড়দিন তাই সারা পৃথিবীতে পবিত্র দিনের মতো।
ডিসেম্বরের পঁচিশ তারিখ মানবতার ইতিহাসে,
করুণাময় যীশুর জীবনী ইতিহাস হয়ে ভাসে ।
জেরুজালেমের বেথেলহেম পবিত্র তীর্থস্থান,
বড়দিনে তাই পৃথিবী জুড়ে ডাকে আনন্দের বান।
সকাল থেকেই খ্রীস্টানরা নতুন পোশাক পরে,
প্রার্থনা করে সমবেত হয়ে গীর্জায় , ঘরে ঘরে।
মোমবাতি জ্বলে, পবিত্র গ্রন্থ, বাজে মঙ্গল ঘন্টা,
যীশুখ্রীষ্টের জীবনী পাঠে পুলকিত হয় মনটা।
ধর্মীয় যতো আলোচনা আর পবিত্র ভাষণ,
গরিব-দুঃখীকে দান-ধ্যান করে খুশি হয়ে ওঠে মন।
সারা পৃথিবীতে ছুটির খুশিতে উৎসব আয়োজন,
ক্রিসমাস ট্রি, কেক আর পিঠে -- উন্মনা হয় মন।
যতো নাচ-গান-বাজনা আর ভ্রমণ, পিকনিক ;
সারা পৃথিবীতে খুশি খুশি রব, খুশি যেন চারিদিক।
ছোটদের মনে আশা অতলান্ত, সান্তা-ক্লজ আসবে,
মোজার ভেতরে উপহার পেয়ে ছোটরা খুশিতে ভাসবে!
এভাবে পৃথিবী রঙীন করতে বড়দিন যেন আসে,
লোভ-হিংসা ভরা পৃথিবী প্রেমেতে, ক্ষমাতে ভাসে।
যীশুর আদর্শে অনুপ্রাণিত -- বড়দিন বুকে থাকে,
ক্ষমা ও প্রেমের বাণী ছড়িয়ে মনটা ভরিয়ে রাখে।।
===========================
গোবিন্দ মোদক
===========================
শান্তি, ক্ষমা ও প্রেমের বাণী শুনিয়েছিলেন যিনি,
মহা-মানব "যীশু" নামে তাঁকেই আমরা চিনি ।
তাঁর জন্মের দিনটিই আজ 'বড়দিন' নামে খ্যাত,
বড়দিন তাই সারা পৃথিবীতে পবিত্র দিনের মতো।
ডিসেম্বরের পঁচিশ তারিখ মানবতার ইতিহাসে,
করুণাময় যীশুর জীবনী ইতিহাস হয়ে ভাসে ।
জেরুজালেমের বেথেলহেম পবিত্র তীর্থস্থান,
বড়দিনে তাই পৃথিবী জুড়ে ডাকে আনন্দের বান।
সকাল থেকেই খ্রীস্টানরা নতুন পোশাক পরে,
প্রার্থনা করে সমবেত হয়ে গীর্জায় , ঘরে ঘরে।
মোমবাতি জ্বলে, পবিত্র গ্রন্থ, বাজে মঙ্গল ঘন্টা,
যীশুখ্রীষ্টের জীবনী পাঠে পুলকিত হয় মনটা।
ধর্মীয় যতো আলোচনা আর পবিত্র ভাষণ,
গরিব-দুঃখীকে দান-ধ্যান করে খুশি হয়ে ওঠে মন।
সারা পৃথিবীতে ছুটির খুশিতে উৎসব আয়োজন,
ক্রিসমাস ট্রি, কেক আর পিঠে -- উন্মনা হয় মন।
যতো নাচ-গান-বাজনা আর ভ্রমণ, পিকনিক ;
সারা পৃথিবীতে খুশি খুশি রব, খুশি যেন চারিদিক।
ছোটদের মনে আশা অতলান্ত, সান্তা-ক্লজ আসবে,
মোজার ভেতরে উপহার পেয়ে ছোটরা খুশিতে ভাসবে!
এভাবে পৃথিবী রঙীন করতে বড়দিন যেন আসে,
লোভ-হিংসা ভরা পৃথিবী প্রেমেতে, ক্ষমাতে ভাসে।
যীশুর আদর্শে অনুপ্রাণিত -- বড়দিন বুকে থাকে,
ক্ষমা ও প্রেমের বাণী ছড়িয়ে মনটা ভরিয়ে রাখে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন