বিশ্বাস করি না
============================
অনিন্দ্য পাল
============================
এভাবেই মরে যাবো এই সভ্যতার সঙ্গে
রোদ্দুরহীন স্যাঁতসেঁতে ঘরের উঠোনে
পড়ে থাকবে শব, যে কজন বইবে খাটিয়া
তাদের জন্য হব লাশ, বাকিদের মত
তবু মানতে কষ্ট হবে, বুঝতেও
এই ভাবে শ্বাসবায়ু কেড়ে নিতে পারে নাকি কেউ?
পারে?
পারে নাকি বলে দিতে খালি কর পৃথিবীর রক?
পারে নাকি আয়ুরেখা ছোট করে কেটেছেঁটে দিতে?
অথবা একটানে খুলে নিতে বাতাসের নল
পারে?
আর যাই হোক, আমার তহবিলে সঞ্চয় ছিল যেটুকু
জমানো দুঃখে কেটে যেত আরও কয়েকটা
উদ্দেশ্যহীন লিপইয়ার
তবু বাস্তব ডুবে চলেছে এখন অদৃশ্য গহ্বরে
অভিভাবক নেই কেউ, 'উপর'- আলাও নেই
সমস্ত জীবন এখন আমৃত্যু লুকিয়েছি,
ছায়াময় ঘরে ...
============================
অনিন্দ্য পাল
============================
এভাবেই মরে যাবো এই সভ্যতার সঙ্গে
রোদ্দুরহীন স্যাঁতসেঁতে ঘরের উঠোনে
পড়ে থাকবে শব, যে কজন বইবে খাটিয়া
তাদের জন্য হব লাশ, বাকিদের মত
তবু মানতে কষ্ট হবে, বুঝতেও
এই ভাবে শ্বাসবায়ু কেড়ে নিতে পারে নাকি কেউ?
পারে?
পারে নাকি বলে দিতে খালি কর পৃথিবীর রক?
পারে নাকি আয়ুরেখা ছোট করে কেটেছেঁটে দিতে?
অথবা একটানে খুলে নিতে বাতাসের নল
পারে?
আর যাই হোক, আমার তহবিলে সঞ্চয় ছিল যেটুকু
জমানো দুঃখে কেটে যেত আরও কয়েকটা
উদ্দেশ্যহীন লিপইয়ার
তবু বাস্তব ডুবে চলেছে এখন অদৃশ্য গহ্বরে
অভিভাবক নেই কেউ, 'উপর'- আলাও নেই
সমস্ত জীবন এখন আমৃত্যু লুকিয়েছি,
ছায়াময় ঘরে ...
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন