অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

প্রতীকী ভাবনা


প্রতীকী ভাবনা
==================
দীপঙ্কর সরকার
==================

শূন্যতা পড়ে থাকে ধূ ধূ বালুচর

আশ্চর্য স্বপ্ন এক ডানা মেলে উড়ে

যায় নিরক্ষ রেখার ভেতর ।

 

কানা বক বসে ভাবে ক্ষুধার অনল বড়

দায় , প্রতিটি মৃত্যু বুঝি সম্ভাবনা ময় !

 

অথবা আবেগ মথিত সন্ত্রাস কোনো দিকচক্রবাল

ধেয়ে আসে কাঁপায় হৃদয় , আলুথালু খসে পড়ে

দুরন্ত যৌবন ।

 

শূন্যতা তখনও শুয়ে থাকে প্রশস্ত রাজপথ

হাওয়ার অক্ষর কাঁদে অবুঝ নিরন্তর ।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন