বিমূর্ত সময়
===========================
সম্পূর্ণা
===========================
তীব্রতম আকাঙ্খায় ছুঁয়ে গেছি রোদ
সূর্যটাকে ঠোকরাতে দিয়েছি পাখিটাকে
কিছু উষ্ণতা আজ ও খুবলে নিক
বরফ ঠাণ্ডা পৃথিবী আরেকবার উষ্ণ হোক
ঠোঁটের কোণে যে কথাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে
যে চাহনিতে শিরশিরে আদিম লিপ্সা জমাট হয়েছে
গলে পড়ুক আজ পৃথিবীর শরীর বেয়ে
কঠিন ধাতব শব্দে ছিটকে পড়ুক সমকাল
আশাহত আশা মূক ইচ্ছের ভাঙুক শব্দবন্ধ
ঘুমন্ত শিশুর মুখে ছড়িয়ে পড়ুক আলো।
বেথলেহেমে জন্ম নিক পৃথিবীর প্রথম ঈশ্বরকণা!
রাতে বাড়তে থাকা পাপের ছায়া রাতপাখির চোখে
ওই পাখিকেই রেখেছি সন্ত্রাসের ঠাস বুনোটে
বিস্ফোরণ তখন শব্দে,জেহাদ তখন সোচ্চার ধর্মে
আবেগের শানিত ধারা স্তব্ধ পূর্বপুরুষের-
রেখে যাওয়া ক্রমোজমে
পৃথিবীর অধিশ্বর তখন পবিত্রতম পাপের অংশীদার
ছুৃঁড়ে দেবো, অন্ধকারের বুকে আরেক অন্ধকার
আগুনের বুকে আরো কিছু আগুন
দেখতে পাচ্ছি নতুন পৃথিবী আবার জন্ম নিচ্ছে
আলোর মতো নির্দয়, অন্ধকারের মতো কঠিন কিছু!
বেথলেহেমে জন্ম নিক পৃথিবীর প্রথম ঈশ্বরকণা!
===========================
সম্পূর্ণা
===========================
তীব্রতম আকাঙ্খায় ছুঁয়ে গেছি রোদ
সূর্যটাকে ঠোকরাতে দিয়েছি পাখিটাকে
কিছু উষ্ণতা আজ ও খুবলে নিক
বরফ ঠাণ্ডা পৃথিবী আরেকবার উষ্ণ হোক
ঠোঁটের কোণে যে কথাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে
যে চাহনিতে শিরশিরে আদিম লিপ্সা জমাট হয়েছে
গলে পড়ুক আজ পৃথিবীর শরীর বেয়ে
কঠিন ধাতব শব্দে ছিটকে পড়ুক সমকাল
আশাহত আশা মূক ইচ্ছের ভাঙুক শব্দবন্ধ
ঘুমন্ত শিশুর মুখে ছড়িয়ে পড়ুক আলো।
বেথলেহেমে জন্ম নিক পৃথিবীর প্রথম ঈশ্বরকণা!
রাতে বাড়তে থাকা পাপের ছায়া রাতপাখির চোখে
ওই পাখিকেই রেখেছি সন্ত্রাসের ঠাস বুনোটে
বিস্ফোরণ তখন শব্দে,জেহাদ তখন সোচ্চার ধর্মে
আবেগের শানিত ধারা স্তব্ধ পূর্বপুরুষের-
রেখে যাওয়া ক্রমোজমে
পৃথিবীর অধিশ্বর তখন পবিত্রতম পাপের অংশীদার
ছুৃঁড়ে দেবো, অন্ধকারের বুকে আরেক অন্ধকার
আগুনের বুকে আরো কিছু আগুন
দেখতে পাচ্ছি নতুন পৃথিবী আবার জন্ম নিচ্ছে
আলোর মতো নির্দয়, অন্ধকারের মতো কঠিন কিছু!
বেথলেহেমে জন্ম নিক পৃথিবীর প্রথম ঈশ্বরকণা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন