সান্তা
======================
বদরুদ্দোজা শেখু
======================
বুড়োবুড়ি আন্ডাবাচ্চা তরুণ তরুণী
সান্তার ফ্যান্টাসি -মুগ্ধ , আর শোনাশুনি
মুগ্ধ আমরাও কমবেশি গঞ্জের গরীব গুর্বো,
আর ওই সান্তাক্লসটা দেখতেও ভারী অপূর্ব ;
এর গল্প গাথা কতোই আছে নাই তার ইয়ত্ত্বা
আনন্দ খুশী দেওয়াই তার মূল সারবত্ত্বা
প্রকৃতই এর সমস্তটাই কেবল ফ্যান্টাসি,
কিন্তু তবু সবাই থাকি বড়দিনের প্রত্যাশী ---
বরফতুষার চারিদিকে কল্পনাতে ভারী
আবহাওয়ায় উত্তেজনা করছে পায়চারী
সাঁঝের বেলা সেজেছে আলোয় গীর্জায় গীর্জায়
রঙবেরঙের নকশী বেলুন উড়ছে ফরফরায়
ছোট্ট ছোট বাচ্চাগুলো সান্তাক্লসের সাজে
ঘুরঘুরায় ঘুরঘুরায় ফুরফুরে মেজাজে
নাচগান ভিডিও ডিজে উদ্দাম হুল্লোড়
শীতের রাতেও আতসবাজির রোশনাইয়ের তোড়
ভিনদেশিয়া সংস্কৃতির এমন সুনামি
কী আছে আর সারা দুনিয়ায় সর্বত্রগামী !
হয়তো কোথাও সান্তা আসেন নিভৃত চরণে
বৃষ্টি বরফ তুচ্ছ ক'রে গিফটি বিতরণে
না-হয় এসব কল্পকথা গল্পের ফুলঝুরি ,
মানুষ তবু মাতাল যেতে সেই আনন্দপুরী ।
মুড়িমুড়কি পয়সা উড়ে , ডলার ফলার উড়ে
না-খেতে পাওয়া মানুষ আমরা দাঁড়িয়ে দেখি দূরে
ধূসর চোখে অবাক দেখি , সবটা লাগে ঝুটো ;
এমন জাড়ে আগুনটা চাই , কুড়াচ্ছি কাঠকুটো ।
লকড়ি কোথা ? খড়ি কোথা ? লকড়ি খড়ি মন্দা,
বড়দিনটা সান্তাক্লসের ,দুঃখী আমরা বন্ধ্যা !!
======================
বদরুদ্দোজা শেখু
======================
বুড়োবুড়ি আন্ডাবাচ্চা তরুণ তরুণী
সান্তার ফ্যান্টাসি -মুগ্ধ , আর শোনাশুনি
মুগ্ধ আমরাও কমবেশি গঞ্জের গরীব গুর্বো,
আর ওই সান্তাক্লসটা দেখতেও ভারী অপূর্ব ;
এর গল্প গাথা কতোই আছে নাই তার ইয়ত্ত্বা
আনন্দ খুশী দেওয়াই তার মূল সারবত্ত্বা
প্রকৃতই এর সমস্তটাই কেবল ফ্যান্টাসি,
কিন্তু তবু সবাই থাকি বড়দিনের প্রত্যাশী ---
বরফতুষার চারিদিকে কল্পনাতে ভারী
আবহাওয়ায় উত্তেজনা করছে পায়চারী
সাঁঝের বেলা সেজেছে আলোয় গীর্জায় গীর্জায়
রঙবেরঙের নকশী বেলুন উড়ছে ফরফরায়
ছোট্ট ছোট বাচ্চাগুলো সান্তাক্লসের সাজে
ঘুরঘুরায় ঘুরঘুরায় ফুরফুরে মেজাজে
নাচগান ভিডিও ডিজে উদ্দাম হুল্লোড়
শীতের রাতেও আতসবাজির রোশনাইয়ের তোড়
ভিনদেশিয়া সংস্কৃতির এমন সুনামি
কী আছে আর সারা দুনিয়ায় সর্বত্রগামী !
হয়তো কোথাও সান্তা আসেন নিভৃত চরণে
বৃষ্টি বরফ তুচ্ছ ক'রে গিফটি বিতরণে
না-হয় এসব কল্পকথা গল্পের ফুলঝুরি ,
মানুষ তবু মাতাল যেতে সেই আনন্দপুরী ।
মুড়িমুড়কি পয়সা উড়ে , ডলার ফলার উড়ে
না-খেতে পাওয়া মানুষ আমরা দাঁড়িয়ে দেখি দূরে
ধূসর চোখে অবাক দেখি , সবটা লাগে ঝুটো ;
এমন জাড়ে আগুনটা চাই , কুড়াচ্ছি কাঠকুটো ।
লকড়ি কোথা ? খড়ি কোথা ? লকড়ি খড়ি মন্দা,
বড়দিনটা সান্তাক্লসের ,দুঃখী আমরা বন্ধ্যা !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন