বড়দিন
========================
বন্যা ব্যানার্জী
========================
তুমি নাকি জাতিস্মর!
তবে কেন ক্রুশবিদ্ধ ক্ষমা
লাশ হয়ে বাঁচে ঈশ্বর!
ধুয়ে নাও পোষাকের রঙ
রুগ্ন জিভ,সারা গায়ে বয় জ্বর।
হয়নি শোধ কোন ঋণ......
এই জন্মকথায় মৃত্যুর কোন রঙ নেই।
আছে বিপ্লব,আছে পালা বদলের দিন।
========================
বন্যা ব্যানার্জী
========================
তুমি নাকি জাতিস্মর!
তবে কেন ক্রুশবিদ্ধ ক্ষমা
লাশ হয়ে বাঁচে ঈশ্বর!
ধুয়ে নাও পোষাকের রঙ
রুগ্ন জিভ,সারা গায়ে বয় জ্বর।
হয়নি শোধ কোন ঋণ......
এই জন্মকথায় মৃত্যুর কোন রঙ নেই।
আছে বিপ্লব,আছে পালা বদলের দিন।
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন