অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

অভিযোজন



অভিযোজন
==========================
‎ সুনন্দ মন্ডল
==========================



প্ৰতিটা পাতা খসে নতুন আবহাওয়ার ডাকে

শৈত্য বাগানে রামধনুময় রাগ।

ভালোবাসা পেরিয়ে নতুন স্বপ্নের খোঁজে

জেগে ওঠে বড়দিন।



সন্ধির চৌকাঠে গেঁথে ফেলে শীত

ফাল্গুন শুধু গুনগুন, রয়ে যায় মনে

স্থির অভিযোজনে কেটে ওঠে বাধা

নতুনের আহ্বানে জাগে প্রকৃতি।



ঢঙে জড়ানো সংলাপের শুভেচ্ছা

বিস্তৃত আঙিনায় যৌবন

পত্রমোচনে দাও সারা তুমিও

উৎসবে উৎসবে সব ভয় মুছে যাক।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন