অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বড়দিন

 


বড়দিন
========================
তপনকান্তি মুখার্জি
========================



তোমার যিশু গাবলুমতো

কেক - পেস্ট্রি খেয়ে ,

আমার যিশু খাবার খোঁজে

ডাস্টবিনে হাত দিয়ে ।

তোমার মেরির গরম পোশাক

রাতেতে লেপ - কম্বল ,

আমার মেরি কাঁপে শীতে

চোখ করে ছলছল ।

প্রার্থনা করো সবাই মিলে

এবারের বড়দিনে ,

আমার যিশু মেরিও যেন

বাঁচে স্বপ্ন কিনে ।

ওরাও যেন পায় গো খেতে

গরম রুটি - ভাত ,

সবার কাছেই হোক না শুভ

বড়দিনের রাত ।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন