এক অবলা জাতি
=====================
শুভজিৎ দাস
=====================
" দেবতারা আর করছেনা গননা
মৃত অবলাদের কঙ্কালের আনাগোনার ।
প্রশ্ন ওঠে ট্রেনে - বাসে
' কারা এই অবলা '
যাদের কাছে সুখ আজ টেনেছে যবনিকা,
পায়ের ফোসকা টেনে ছিঁড়ে
রক্ত জল করে খাবার তুলে দেয় সভ্যতার পায়ে;
তারা শিল্প আঁকে লাঙ্গল হাতে
সোনার বাংলার গায়ে ,
হয়তো সূর্য হয় ঈর্ষান্বিত নিজের তেজে পানে চেয়ে;
আধপেটা হয়ে তারা আশায় বাঁধে বুক
একটু রোজগারের,
তবুও নিয়তির বিরূপতায়
ঋন আর করের বোঝায় নিভে যায় তাদের সকল আশার বাতি।
কুয়াশার পর্দা সরে গেলে
আরও এক চাষীর ঝুলন্ত দেহ,
আসে মিডিয়া বের হয় কভারেজ
আসে সাত্বনা, আসে অনুদানের প্রস্তাব,
বসে বুদ্ধিজীবীদের আলোচনা,
তবুও কেন হয় বেশ্যা চাষীর স্ত্রী ,
আবার মৃত্যু হয় কেন আরেক চাষীর ,
আসে না তার কোন সদুত্তর।।"
অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
এক অবলা জাতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন