অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বড়দীন

 

 বড়দীন

=======================
হরেকৃষ্ণ দে
=======================


হাজারো আইটেম সাজানো প্যাকেটের গেটআপ মোড়ক,

থরে থরে চোখমেলা কেক,

অঢেল আভিজাত্য খসে পড়ে শীতের উচ্ছ্বাস ডিসেম্বরের শেষ সীমানায়--



শুনতে কি পাও

গির্জার ঘন্টা থেকে শিশুদের ধ্বনিত কান্না গড়িয়ে পড়ছে জিহ্বার অন্দরের লালা?



শুধু সান্তাক্লজের গল্পে ভরিও না কেকের স্বাদ,

এসো সান্তাক্লজের ঝুলি নিয়ে

আজ দাঁড়াই--ওই পাংশু শিশুবদনের কাছে,

মনের ভেতর আস্তানা দিই সান্তাক্লজের মত উপহার প্রদানের শপথে...



আন্তরিকতার ক্রিসমাস ট্রী সাজাই

বাস্তব বস্তির অন্নহীন বস্ত্রহীন মাটিতে,

আলো জ্বালি অন্তর পুড়িয়ে,

যীশুর ঈশ্বরপিতার ন্যূনতম মানব প্রেমের মোমদানি হয়ে



দুদণ্ড মুছে ফেলি বড়দীনের আলো,

কেটে যাক সব অন্ধকার,

মুখরিত হোক বড়দিনের উৎসব...

২টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন
  2. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন