==================
সুকান্ত মজুমদার
==================
দিনদিন দীন ভর্তি বড়দিন
আস্ত পৃথিবী জুড়ে আলো,
পতঙ্গের মত আমি তুমি সব্বাই
প্রমোদের অবিচ্ছেদ্য অংশ
কেমন আছি? অপ্রকৃত ভালো।
তারা সেই ভাগ্যের প্রহসনেই
চেয়ে রয় সারারাত
সুখ বিলাশের টুকরো প্রত্যাশায় -
নির্বাক প্রলাপে অপলক মোহে
শুধু জীবন ধারণে ধারাবাহিক
তাচ্ছিল্য আর করুণায়।
ওদের সুবিশেষ পরিচয়
ওদের কেও মানুষ বলাহয়,
কান্নার ভাষা জানেনা
মানবাধিকারের অন্ধকার সূর্য
তাদের পথে কালো ছায়ালিপি আঁকে -
সুখ প্রলাপের সুচারু তুলিতে
ওদের দীন মুখের প্রতিলিপি আঁকে
বড়দিনের উজ্বল ক্যানভাসে,
আমার হাসি বাঁধভাঙ্গে
তাদের হাসি মৃত্যুময় বলে
এ মগন বড় আঁশটে গন্ধ নিয়ে
উবে যায় আনমনে আত্মচরিত হয়ে,
সব বুঝেও প্রগতির স্রোতস্বিনীতে
গা-গতর ভাসে বৃহৎ অহংকারে
এখনও সেই আদিম গুহাবাসের
সীমিত মননের মিথ্যা সংস্কারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন