অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বড়দিনের কবিতা

 


বড়দিনের কবিতা
==================
শ্রাবণী সিংহ
==================


আলোতে এলে অন্ধকার কখন হাত ছেড়ে দেয় অজান্তেই

আর উৎসবের এত এত সুখী আলো

সে কি অসুখের ভিতর ডুবে গিয়ে হাহাকার সারিয়ে আনতে পারবে?

ঊনোভাতের গন্ধে মেলে খুশির ঝিলিক

পথশিশুর নিষ্পাপ মুখ,

জানে না কে তার ঈশ্বর, কি তার জন্মের কাহিনী...



লাল পোশাকের সান্টাক্লজ’কে এবার দেখাবে ভালো

সার সার কালো মুখোশের মুখের ভিড়ে



বড়দিন নিয়ে তুমি ফিরে এলে কোনোদিন

দেখা তো হবে মানুষের বেশে

গোলাপের গুচ্ছগ্রামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন