সাজবে স্যান্টাক্লজ্
=========================
অঙ্কন গুচ্ছাইত
=========================
হাতে খড়ি হয়নি তার
ধরেনি সে কলম ।
লালবাতি-তে করছে বিক্রি
নানা রঙের কলম ।
খ্রিস্টান স্কুলের প্রাচীর ধারে
আছে বসবাসের চালা ।
“বড়দিন” মানেই - সে জানে
কেক্ খাওয়ার পালা ।
অনেক দিনের সাধ ছিল
সাজবে স্যান্টাক্লজ্ ।
মা’ই তাকে মনে করালো
তাদের পক্ষে নয়-সহজ ।
বাবার কাছে ধরলো বায়না
এনে দাও এমনই ।
কলমের প্যাকেট ধরিয়ে বললো
যাও- কর বিক্রি !
=========================
অঙ্কন গুচ্ছাইত
=========================
হাতে খড়ি হয়নি তার
ধরেনি সে কলম ।
লালবাতি-তে করছে বিক্রি
নানা রঙের কলম ।
খ্রিস্টান স্কুলের প্রাচীর ধারে
আছে বসবাসের চালা ।
“বড়দিন” মানেই - সে জানে
কেক্ খাওয়ার পালা ।
অনেক দিনের সাধ ছিল
সাজবে স্যান্টাক্লজ্ ।
মা’ই তাকে মনে করালো
তাদের পক্ষে নয়-সহজ ।
বাবার কাছে ধরলো বায়না
এনে দাও এমনই ।
কলমের প্যাকেট ধরিয়ে বললো
যাও- কর বিক্রি !
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন