সূর্যরশ্মি আর ধানক্ষেত
========================
ভাস্কর পাল
========================
আমি ছেয়ে আছি রাজপথ জুড়ে।
সময়ের স্রোত টানছে
ভেসে যাচ্ছি কোয়ান্টাম গ্যালাক্সিতে
সরিয়ে নিয়ে চলেছি দ্রাঘিমাংশ ছাড়িয়ে প্যারালাক্স হিসাবে
ছায়াপথে মেলে দেওয়া আঙ্গুলে মহাশূন্যের শীতলতা
ঠাণ্ডা স্পর্শে কাঁপছে।
আমাকে কি দেখতে চেয়েছিলে?
নতজানু ? আনত ভঙ্গুর?
লাঙলের ভারে কাঁধ ঝুকে পড়েছে?
অনাহারের ক্ষত আর হৃদয়ের কান্নায় দুর্বল হয়ে গেছি?
আমাদের সম্মিলিত উদ্ধত ভাব কি তোমাকে ক্ষুব্ধ করে?
তুমি কি আতঙ্কিত আমাদের এই উত্থানের শব্দে ?
তুমি তোমার রাষ্ট্রযন্ত্র দিয়ে আমাকে গুলি করতে পারো।
তোমার বর্ণভেদের বর্ণময় দৃষ্টিতে আমাকে টুকরো টুকরো কেটে ফেলতেও পারো
তোমার রটিয়ে দেওয়া জাতপাতের তীব্র বিষে আমায় নীল’ও করতে পারো
ধর্ম ধর্ম আতর মাখিয়ে দু’পায়ে মাড়িয়ে যেতে পারো আমাদের চেতনা
তোমার ছুঁড়ে দেওয়া জলকামানের আগ্রাসী উন্মত্ততা বুকে মেখে
এগিয়ে দেই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।
একে একে সব প্রান্তিকজন আর দলছুট পরিযায়ীও গেয়ে ওঠে
পূর্বপুরুষের গান
আমি জেগে উঠি প্রথম সূর্যের মতন
আমি অপেক্ষার শিরস্ত্রাণ খুলে ঘুরে দাঁড়াই
মাদ্রিদ থেকে হামর্বুগ; সান্তিয়াগোর রাস্তায় রাস্তায়
নিউক্যাসল নেপোলি থেকে প্রাগ বুখারেষ্ট মেসিডোনিয়া
নাসিক থেকে মহারাষ্ট্রে
আমাদের পদধ্বনিতে কেঁপে উঠে মেনিয়াপোলিসের
জনাকীর্ণ সড়ক, শীত মাখা দিল্লির রাজপথ
শহরে শহরে প্রতিধ্বনিত হয় আমাদের জেগে ওঠা
তখন আমি তোমার ধানক্ষেত জুড়ে গেয়ে উঠবো
ফসল বোনার গান।
========================
ভাস্কর পাল
========================
আমি ছেয়ে আছি রাজপথ জুড়ে।
সময়ের স্রোত টানছে
ভেসে যাচ্ছি কোয়ান্টাম গ্যালাক্সিতে
সরিয়ে নিয়ে চলেছি দ্রাঘিমাংশ ছাড়িয়ে প্যারালাক্স হিসাবে
ছায়াপথে মেলে দেওয়া আঙ্গুলে মহাশূন্যের শীতলতা
ঠাণ্ডা স্পর্শে কাঁপছে।
আমাকে কি দেখতে চেয়েছিলে?
নতজানু ? আনত ভঙ্গুর?
লাঙলের ভারে কাঁধ ঝুকে পড়েছে?
অনাহারের ক্ষত আর হৃদয়ের কান্নায় দুর্বল হয়ে গেছি?
আমাদের সম্মিলিত উদ্ধত ভাব কি তোমাকে ক্ষুব্ধ করে?
তুমি কি আতঙ্কিত আমাদের এই উত্থানের শব্দে ?
তুমি তোমার রাষ্ট্রযন্ত্র দিয়ে আমাকে গুলি করতে পারো।
তোমার বর্ণভেদের বর্ণময় দৃষ্টিতে আমাকে টুকরো টুকরো কেটে ফেলতেও পারো
তোমার রটিয়ে দেওয়া জাতপাতের তীব্র বিষে আমায় নীল’ও করতে পারো
ধর্ম ধর্ম আতর মাখিয়ে দু’পায়ে মাড়িয়ে যেতে পারো আমাদের চেতনা
তোমার ছুঁড়ে দেওয়া জলকামানের আগ্রাসী উন্মত্ততা বুকে মেখে
এগিয়ে দেই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।
একে একে সব প্রান্তিকজন আর দলছুট পরিযায়ীও গেয়ে ওঠে
পূর্বপুরুষের গান
আমি জেগে উঠি প্রথম সূর্যের মতন
আমি অপেক্ষার শিরস্ত্রাণ খুলে ঘুরে দাঁড়াই
মাদ্রিদ থেকে হামর্বুগ; সান্তিয়াগোর রাস্তায় রাস্তায়
নিউক্যাসল নেপোলি থেকে প্রাগ বুখারেষ্ট মেসিডোনিয়া
নাসিক থেকে মহারাষ্ট্রে
আমাদের পদধ্বনিতে কেঁপে উঠে মেনিয়াপোলিসের
জনাকীর্ণ সড়ক, শীত মাখা দিল্লির রাজপথ
শহরে শহরে প্রতিধ্বনিত হয় আমাদের জেগে ওঠা
তখন আমি তোমার ধানক্ষেত জুড়ে গেয়ে উঠবো
ফসল বোনার গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন