অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

ঠিকানা বদল

 


ঠিকানা বদল
========================
মুনমুন ভৌমিক দাম
========================

এক ফেরিওয়ালা ডাক দিয়ে যায়

আমি বলি - জেগে আছি

শুকনো জিভ, নখ চুল সংগ্রহে

নিঝুম ঘুমের মতো রাত নামতেই ফু দিয়ে যায় হাড়িকাঠ

গড়িয়ে পড়ে কথোপকথন

শুরু হয় ঠিকানা বদলের পালা

ইচ্ছে করে চুরি করি দুমুঠো আকাশ

দপদপে অঅন্ধকারে

গুছিয়ে নি বর্ণমালার সব কটি অক্ষর..

আলগা মুঠোয় ভরে দি তার নাম

কোষে কোষে পুতে দি - আত্মহনন

এক ফেরিওয়ালা ডাক দিয়ে যায়.... আমি বলি জেগে আছি...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন