অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বড়দিন


 

বড়দিন
=============================
মুক্তক ঘোষ
=============================

বড়দিন মানে দিনটি বর-এমন শুধুই নয়,

একটি বড় দিনের আশায় বসে থাকে সবাই।

করনাকালেতে বিশ্বব্যাপী প্রচুর হাহাকার-

এই সময়েই একটি বড়দিনের যে দরকার;

বড়দিনের-ই অর্থ দুটিঃ সামাজিক ও ধার্মিক,

দুটি বিষয়েই আলোচনা তাই এখানে প্রাসঙ্গিক-

ডিসেম্বর এর ২৫ তারিখ হয় যে উজ্জাপন,

আন্নদে-উল্লাসে সবার ভরে ওঠে মন-

গির্জা ওঠে সেজে, সাথে হরেক আয়োজন,

রাস্তাঘাট হয়ে ওঠে যেন উৎসব-প্রাঙ্গণ

মোমবাতি চাই জ্বলতে সবাই, মুছে মনের আঁধার

যীশু যেন করে দেয় গো পূরণ, প্রার্থনা যে সবার;

এটি তো গেলো ধার্মিক দিক, সামাজিকটাও শোনো,

মেতে আনন্দে আমরা যেন ভুলে না যায় কক্ষনো-

বড়দিন আনে আশার আলো, সব মানুষের মনে

আনন্দ, খুশিতে মগ্ন হতে চাই যে প্রতি জনে।

ছোটো-ছোটো সব টুকরো খুশিও বড় অনেকের কাছে,

সর্বদা তারা থাকে ভয়েতে আসে দুঃখ পাছে;

একটি বড় দিনের তারা সদা করে থাকে আশা-

আমরা যে কভু পারি না পড়তে তাদের মনের ভাষা।

আনন্দ-উতসবে আছে অধিকার যে সবার-

সবাই তাই একসাথে যেন মেতে উঠুক বারবার,

বড়দিন যেন একদিন নয়, সবদিনেতেই হয়-

সকল মানুষ সর্বদা যেন আনন্দেতে রয়।।

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন