বড়দিন
=======================
সামসুন্নাহার ফারুক
=======================
সামনেই বড়দিন
মজা হবে কত রে
সবখানে সাজগোজ
হই চই শহরে
ক্রীষ্টমাস ট্রি গুলো
নিয়নের আলোতে
টুনিবাতি চকলেট
ঝুলবে তো ডালেতে
সান্টাক্লজ ঝুলি ভরে
এনে দেবে উপহার
দিনটা রঙিন হবে
আনন্দে সব্বার
গিফট পেয়ে কেক খেয়ে
ভরপেটে সব্বাই
চারি দিকে ছুটোছুটি
কি আলোর রোশনাই
ভালো ভালো ড্রেস পরে
ফুরতির বাহারে
সময়টা কাটাবে তারা
কি মজায় আহারে
সবার কামনা আজ
বিশ্বের শান্তি
ছোট বড় ভেদাভেদ
থাকবে না ভ্রান্তি
অনাহারে আছে যারা
কষ্টেতে কাটে রাত
তাদের জন্য রেখো
এক টুকু দুধভাত ।
=======================
সামসুন্নাহার ফারুক
=======================
সামনেই বড়দিন
মজা হবে কত রে
সবখানে সাজগোজ
হই চই শহরে
ক্রীষ্টমাস ট্রি গুলো
নিয়নের আলোতে
টুনিবাতি চকলেট
ঝুলবে তো ডালেতে
সান্টাক্লজ ঝুলি ভরে
এনে দেবে উপহার
দিনটা রঙিন হবে
আনন্দে সব্বার
গিফট পেয়ে কেক খেয়ে
ভরপেটে সব্বাই
চারি দিকে ছুটোছুটি
কি আলোর রোশনাই
ভালো ভালো ড্রেস পরে
ফুরতির বাহারে
সময়টা কাটাবে তারা
কি মজায় আহারে
সবার কামনা আজ
বিশ্বের শান্তি
ছোট বড় ভেদাভেদ
থাকবে না ভ্রান্তি
অনাহারে আছে যারা
কষ্টেতে কাটে রাত
তাদের জন্য রেখো
এক টুকু দুধভাত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন