খ্যাতির কাঙাল কিনছে পদক
=======================================
অমিতাভ মীর
=======================================
খায়েশ চেপেছে মোদক খুড়োর পদক নিতেই হবে,
নলেন গুড়ের সরেস পায়েসে মন কত পড়ে রবে?
খাতার পাতায় করেছে সৃজন পদাবলী শত ধারা,
খ্যাতিমান সে-ই; পদকের আছে যার রাশি রাশি ভারা!
খ্যাতির কাঙাল কিনছে পদক দোকানদারের থেকে,
থাকলে পদক বাড়বে চটক মলিনতা যাবে ঢেকে।
খাতার পাতায় কাটছে আঁচড় ছাইপাশে ভরে যায়,
পদকের ভারে কাটবে দীনতা; মোদক পদক চায়।
পদক ব্যাপারী খুলেছে দোকান খুঁজছে ঠিকানা হাতে,
অন্ধ গলিতে সিলের দোকানে দেখা হলো তার সাথে।
সিলের ব্যাপারী গম্ভীর চালে জানতে চাইলো ধারা,
গদ্য পদ্য, গল্প অথবা ছড়া দিয়ে সব সারা?
কহিলো মোদক, ছন্দ লিখেছি খাতার পৃষ্ঠা ভরে,
কিনবো পদক মিলবে কোথায় বলুন তো দয়া করে?
ছড়াকার তিনি স্বঘোষিত গুণী, মোদকের হাত ধরে,
ছুটলেন বেগে ধান্ধার মোহে পদক বাবুর ঘরে।
=======================================
অমিতাভ মীর
=======================================
খায়েশ চেপেছে মোদক খুড়োর পদক নিতেই হবে,
নলেন গুড়ের সরেস পায়েসে মন কত পড়ে রবে?
খাতার পাতায় করেছে সৃজন পদাবলী শত ধারা,
খ্যাতিমান সে-ই; পদকের আছে যার রাশি রাশি ভারা!
খ্যাতির কাঙাল কিনছে পদক দোকানদারের থেকে,
থাকলে পদক বাড়বে চটক মলিনতা যাবে ঢেকে।
খাতার পাতায় কাটছে আঁচড় ছাইপাশে ভরে যায়,
পদকের ভারে কাটবে দীনতা; মোদক পদক চায়।
পদক ব্যাপারী খুলেছে দোকান খুঁজছে ঠিকানা হাতে,
অন্ধ গলিতে সিলের দোকানে দেখা হলো তার সাথে।
সিলের ব্যাপারী গম্ভীর চালে জানতে চাইলো ধারা,
গদ্য পদ্য, গল্প অথবা ছড়া দিয়ে সব সারা?
কহিলো মোদক, ছন্দ লিখেছি খাতার পৃষ্ঠা ভরে,
কিনবো পদক মিলবে কোথায় বলুন তো দয়া করে?
ছড়াকার তিনি স্বঘোষিত গুণী, মোদকের হাত ধরে,
ছুটলেন বেগে ধান্ধার মোহে পদক বাবুর ঘরে।
ফিকিরে ফকর নেমেছে বাজারে পদক বেঁচার তালে,
কিনবে পদক মোদক ছাড়াও কবি যত আছে হালে।
লেখার মানের নেই কো খবর পদক পেলেই সই,
পদক ব্যাপারী ফাঁকতালে বেঁচে মুফতে জোটানো বই।
কিনছে পদক ঠাকুর মোদক কবিয়াল যত আছে,
ঢালাও বিচারে এক সাথে বারো; নত পদকের কাছে।
পদক কিনেই ভরছে শো-কেস করছে জাহির নামী,
বোঝে না মোদক; পদকের চেয়ে সৃজনশীলতা দামী।
আপনাকেও প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। সুরক্ষায় সুস্থ ও ভালো থাকুন!!
উত্তরমুছুনআপনাকেও প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
উত্তরমুছুন