ছোট দিনের বড়দিন
===================
পরাগ ভট্টাচার্য্য
===================
বড়দিন আসে বছরের একটি দিনে
খুব ধুমধাম করে বিশ্বঘুরে,
রঙীন ঘুড়িটা মুক্ত আকাশে উড়ে
আনন্দ যেন ফানুস পাখায় চড়ে,
বড়দিন কি শুধুই আলোর ঝলকানি,
জিঙ্গল বেলের গান?
পিকনিকে ময়দানের সবুজ ঘাসের পাশে
গির্জার নিস্তব্ধতায়, সাথে বন্ধু বা স্বজন!
তবে কোথায় থাকে সেই দিনগুলি,
যেদিন পাড়ার অচেনা ছোট্টো ছেলেটা
জলে ঝাঁপ দিয়ে বাঁচায় ডুবন্ত প্রান,
যেদিন একটা মেয়ে
গর্জে উঠে সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে,
যেদিন একজন নুব্জ মানুষ
অবক্ষয়ের আগুনে ঝলসে গিয়েও , মুখর প্রতিবাদে
এমন দিনগুলো কি তাকায় না বড়দিন হয়ে!
যখন রোজ রোজ দেখি,
কারনে অকারনে লাঠালাঠি , গোলাগুলি
দিন দিন প্রান নিয়ে খেলে ছিনিমিনি, নির্বিকার
দড়ি টানাটানি খেলায় হাঁসফাঁস জীবনের দিন
খাবি খাচ্ছে মানসিকতা, প্রেম, ইচ্ছেগুলো,
জীঘাংসা আর অচেনা আসক্তির অন্ধকারে
হারিয়ে যাচ্ছে চেনা পথগুলো, বিচ্ছিন্ন মানুষ,
বোঝা যায় ছোটদিন গুলো ক্রমশ বড় হচ্ছে,
এমন অনেক সময়ের মধ্য দিয়ে চলতে চলতে
অসহ্য দিন গুলো কিলবিল করে ,
চোখ পরে থাকে, মন হারায় সুদূর পাহাড়ের গুহায়
একটা নতুন বড়দিনের ছায়া খুঁজে বেড়ায়।
===================
পরাগ ভট্টাচার্য্য
===================
বড়দিন আসে বছরের একটি দিনে
খুব ধুমধাম করে বিশ্বঘুরে,
রঙীন ঘুড়িটা মুক্ত আকাশে উড়ে
আনন্দ যেন ফানুস পাখায় চড়ে,
বড়দিন কি শুধুই আলোর ঝলকানি,
জিঙ্গল বেলের গান?
পিকনিকে ময়দানের সবুজ ঘাসের পাশে
গির্জার নিস্তব্ধতায়, সাথে বন্ধু বা স্বজন!
তবে কোথায় থাকে সেই দিনগুলি,
যেদিন পাড়ার অচেনা ছোট্টো ছেলেটা
জলে ঝাঁপ দিয়ে বাঁচায় ডুবন্ত প্রান,
যেদিন একটা মেয়ে
গর্জে উঠে সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে,
যেদিন একজন নুব্জ মানুষ
অবক্ষয়ের আগুনে ঝলসে গিয়েও , মুখর প্রতিবাদে
এমন দিনগুলো কি তাকায় না বড়দিন হয়ে!
যখন রোজ রোজ দেখি,
কারনে অকারনে লাঠালাঠি , গোলাগুলি
দিন দিন প্রান নিয়ে খেলে ছিনিমিনি, নির্বিকার
দড়ি টানাটানি খেলায় হাঁসফাঁস জীবনের দিন
খাবি খাচ্ছে মানসিকতা, প্রেম, ইচ্ছেগুলো,
জীঘাংসা আর অচেনা আসক্তির অন্ধকারে
হারিয়ে যাচ্ছে চেনা পথগুলো, বিচ্ছিন্ন মানুষ,
বোঝা যায় ছোটদিন গুলো ক্রমশ বড় হচ্ছে,
এমন অনেক সময়ের মধ্য দিয়ে চলতে চলতে
অসহ্য দিন গুলো কিলবিল করে ,
চোখ পরে থাকে, মন হারায় সুদূর পাহাড়ের গুহায়
একটা নতুন বড়দিনের ছায়া খুঁজে বেড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন