বড়দিন
=====================
মানিক পণ্ডিত
=====================
বয়স বাড়লে দিনগুলো ছোট হয়ে আসে
ফেলে আসা স্মৃতিগুলো কেবলই স্মৃতি হয়ে ভাসে
তবু কোন একটা দিন বেশ বড় হয়ে ওঠে
ক্যালেন্ডার জানান দেয়, মরশুমি ফুলগুলো ফোটে
এ দিনে যীশু,ক্যারল ক্রিসমাস ট্রি
এসবই হয়, কেবল ভেবে দেখিনি!
গরিবের সব দিনই ছোট হয়ে আসে
বইছ ক্রস নিজে, ক্লান্ত পদধ্বনি এখনো শুনছি বাতাসে
লাখো কৃষক তোমারি মতো ক্লান্ত পায়ে হাঁটে
হারে না তোমারই মত.. জিতবেই এ প্রত্যয়ে কালো রাত কাটে...
ভোরের কুয়াশা সরে সরে যায়
ফুল ফোটে,পাখি ডাকে আগামীর সময়ে সাড়া দেয়।
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন