মেয়ের বিয়ে দিতে গেলে
=================
কবিতায়
=================
মেয়ের বিয়ে দিতে গেলে
দায়ভার পণ্য !
মাতাপিতা দুঃখীর কারণ
হয় সব গণ্য ।
শিক্ষাদীক্ষা অভাব ঘরে
খাওয়া দাওয়া কষ্টে ।
এমনি দেখে দিলে বিয়ে
বর’টি জোটে নষ্টে ।
দাবি বরের অনেক থাকে
কেনাকাটা যায় না ।
সোনার মূল্য আকাশ চুমু
পেটের খাদ্য পায় না ।
পালঙ্ক্ নেবে স্বপ্ন দ্যাখে
এই যুগের গুণধর !
কামাই করে জিজ্ঞেস কর
জমে না বলবে বর ।
কর্মজীবি হাহুতাশে
কেমন ছুঁয়ে দ্রব্য ।
খুচরো পয়সা অচল হচ্ছে
মানুষ হয়নি ভব্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন