জন্মান্তর
========
বাইরে যখন আকাশ ভাঙা
বৃষ্টি হোচ্ছে মুষলধারে
জল থৈ থৈ উঠোন দেখে
আমার কথা মনে পড়ে?
ভিজছে শহর পাহাড় সাগর
ঘাসের মাথায় বিন্দু জল
আমি আছি তাদের মাঝেই
উচ্ছলতায় বা বিহ্বল
আকাশ যখন প্রখর তাপে
দহন জালায় পুড়ে ছাই
আমারও দহন হোচ্ছে তেমনই
কারণ আমি যে তোমাকে চাই
বৃষ্টি ভেজা শহর জুড়ে
বাঁধ ভাঙছে জলস্রোত
হাতছানি দিয়ে ডাকছে তোমায়
আমার স্বপ্ন ইমারত
তার মাঝেও আমি ছিলাম
গ্রীষ্ম শীত বর্ষাতে
সাগর যখন উত্তাল ঢেউ
ভাসছি আমিও তার সাথে
জোয়ার ভাটায় ভেসে গিয়েও
তোমায় ছোঁয়ার পুন্য থাক
খুঁজে দেখো গ্রহণ কালেও
পাবে আমার পুর্বরাগ
উদয় অস্ত খেলার মাঝে
দিন হোলে শেষও
আমি যেমন তেমনি ভাবেই
আমায় ভালোবেসো
ছুঁয়ে দেখো একটু আমায়
আমি যেমন তেমনটাই
অপেক্ষাতে থাকব আমি
জন্মান্তরেও তোমাকে চাই
========
বাইরে যখন আকাশ ভাঙা
বৃষ্টি হোচ্ছে মুষলধারে
জল থৈ থৈ উঠোন দেখে
আমার কথা মনে পড়ে?
ভিজছে শহর পাহাড় সাগর
ঘাসের মাথায় বিন্দু জল
আমি আছি তাদের মাঝেই
উচ্ছলতায় বা বিহ্বল
আকাশ যখন প্রখর তাপে
দহন জালায় পুড়ে ছাই
আমারও দহন হোচ্ছে তেমনই
কারণ আমি যে তোমাকে চাই
বৃষ্টি ভেজা শহর জুড়ে
বাঁধ ভাঙছে জলস্রোত
হাতছানি দিয়ে ডাকছে তোমায়
আমার স্বপ্ন ইমারত
তার মাঝেও আমি ছিলাম
গ্রীষ্ম শীত বর্ষাতে
সাগর যখন উত্তাল ঢেউ
ভাসছি আমিও তার সাথে
জোয়ার ভাটায় ভেসে গিয়েও
তোমায় ছোঁয়ার পুন্য থাক
খুঁজে দেখো গ্রহণ কালেও
পাবে আমার পুর্বরাগ
উদয় অস্ত খেলার মাঝে
দিন হোলে শেষও
আমি যেমন তেমনি ভাবেই
আমায় ভালোবেসো
ছুঁয়ে দেখো একটু আমায়
আমি যেমন তেমনটাই
অপেক্ষাতে থাকব আমি
জন্মান্তরেও তোমাকে চাই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন