পজেটিভ
===========
ধূলো লেগে গেছে বড্ড দুহাতে তাই
রোজ ধুয়ে ফেলি নরম সাবানে ভোর।
মুছে মুছে নি ক্লান্ত দুপুর গুলো
তবু অজস্র ভুল কড়া নারে ঘুম ঘোর।
দেখা হয়নি তো কতদিন চেনা গলি
কতদিন পথ হেঁটে গেছে স্বপ্নেরা
পুরনো বইয়ের ভাঁজে তে কিশোরী মন
চাপা পরে আছে অজস্র গল্পেরা।
বড়ো হয়ে গেছে শৈশব,তাই একা
রেনকোট এ ঢাকি বৃষ্টি ভেজানো বেলা
ধান ভাঙা রোদ, চড়ুই রা আসেনা তো
চুরি গেছে সব গোল্লাছুট এর বেলা।
তবুও হঠাৎ যেন বা অসুখ ভুলে
কার্নিশে জাগে সবুজের সমারোহ
দরবারি রাগ, কোমল সে গান্ধারে
বেঁচে উঠি আমি অমতেই অহরহ।।
===========
ধূলো লেগে গেছে বড্ড দুহাতে তাই
রোজ ধুয়ে ফেলি নরম সাবানে ভোর।
মুছে মুছে নি ক্লান্ত দুপুর গুলো
তবু অজস্র ভুল কড়া নারে ঘুম ঘোর।
দেখা হয়নি তো কতদিন চেনা গলি
কতদিন পথ হেঁটে গেছে স্বপ্নেরা
পুরনো বইয়ের ভাঁজে তে কিশোরী মন
চাপা পরে আছে অজস্র গল্পেরা।
বড়ো হয়ে গেছে শৈশব,তাই একা
রেনকোট এ ঢাকি বৃষ্টি ভেজানো বেলা
ধান ভাঙা রোদ, চড়ুই রা আসেনা তো
চুরি গেছে সব গোল্লাছুট এর বেলা।
তবুও হঠাৎ যেন বা অসুখ ভুলে
কার্নিশে জাগে সবুজের সমারোহ
দরবারি রাগ, কোমল সে গান্ধারে
বেঁচে উঠি আমি অমতেই অহরহ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন