জীবন ভাসে
============
ছিড়ে গেছে মালার সুতো
কেউ দিচ্ছে জীবনে গুতো।
পথি মাঝে নানান কষ্ট
সব যেন দেখছি স্পষ্ট।
কত কিছু চলছে ঘটে
প্রতিপদে জীবন তটে।
একটানা হাঁটতে থাকি
আছে পথ এখনো বাকি।
চুল চেরা হিসেব কষে
আজ তবু ভাবনা বশে।
ফেলে আসা স্মৃতির ভিড়ে
ঠাঁই খুঁজি আপন নীড়ে।
সুর যত উঠতে আছে
সৃষ্টি ভিড়ে মনের কাছে।
দৃষ্টি মেলে বাধন ঢিলে
পৌঁছে যাব সুদূর বিলে।
সুখে দুখে জীবন ভাসে
রয়ে সয়ে মনন হাসে।
এই ভাবে চলুক তবে
নিজ গড়ে সৃজন রবে।
============
ছিড়ে গেছে মালার সুতো
কেউ দিচ্ছে জীবনে গুতো।
পথি মাঝে নানান কষ্ট
সব যেন দেখছি স্পষ্ট।
কত কিছু চলছে ঘটে
প্রতিপদে জীবন তটে।
একটানা হাঁটতে থাকি
আছে পথ এখনো বাকি।
চুল চেরা হিসেব কষে
আজ তবু ভাবনা বশে।
ফেলে আসা স্মৃতির ভিড়ে
ঠাঁই খুঁজি আপন নীড়ে।
সুর যত উঠতে আছে
সৃষ্টি ভিড়ে মনের কাছে।
দৃষ্টি মেলে বাধন ঢিলে
পৌঁছে যাব সুদূর বিলে।
সুখে দুখে জীবন ভাসে
রয়ে সয়ে মনন হাসে।
এই ভাবে চলুক তবে
নিজ গড়ে সৃজন রবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন