অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

গুচ্ছকবিতায় শ্রাবণী সিংহ

 

পর্ণমোচী মুহুর্তে
=====================

ফুরিয়ে এসেছে দুপুরের এরোমা, ডালে ডালে ক্লোরোফিলের সঞ্চয়,
পর্ণমোচী মুহুর্তে তুমি এলে
দমকা হাওয়া

বাসস্টপে পলকা ডট্‌ আঁচলের ছাতা ছিঁড়ে যায়।



স্রোত
=====================

স্রোতের অপভ্রংশও স্রোতই
নষ্ট জলের অসংশোধিততা নিয়েই নদী নাব্য
খেলনাবলের মত শিশুর বয়স বাড়ে পায়ে পায়ে,

যুবা বয়স এখন তার

আহ্নিকের সময় এলে
নাপাক নদীই ডেকে নেয় তাকে।





ছবি
=====================

জুম্‌ করে দেখি পাতার ভাঁজে ছোট্ট বেলকুঁড়ি …

ক্যাপশন ছাড়াই কিছু ছবিতে অনেক বলা হয়ে যায়

যেমন ফসলের নাভিতে পোকার লালমুখ
যেমন থেমে থাকা রোলার কোস্টার রাইডে একটু আগের বিপন্নতা,
যেমন ডার্করুমে আমি একা
আর
ছবির নেগেটিভে তোর ওই আগ্রাসী রোদজ্বলা চোখ



জশনের রাত
=====================

একাই বইছি
চার কাহারের ভঙ্গিমা

শকুন ও শিকারের হাহাকার-রৌরবের পাশে
পৃথিবীময় এক বৃদ্ধ আলো
শুধু
জশনের রাত মানায়।
যদি বাজাতে পারো অদ্ভুত ফুঁ'য়ের বাঁশি
তবেই এসো ছলনায় ...

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন