অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় পূরবী শাসমল

  




পরম্পরা
=============



মাটির একতারায় বাজাতে চেয়েছিলে

আগামী প্রজন্মের সুর,

ঘাসের ডগে জমে থাকা শিশিরবিন্দু

সান্নিধ্য খুঁজছিল সূর্যের।

লাবন্যময়ী ধানসিঁড়ি থেকে

যোজনমাইল দূরে বসেও শোনা যায়

দোয়েলপাখির শিষ।

মনের ভিতর চোরাকুঠুরি থেকে

শান্ত গলায় কে যেন বলে ওঠে

তোমার জন‍্য কবিতা লিখতে বড্ড ইচ্ছে করে।

স্বপ্নের ভেলা ভাসিয়ে ঘুমের দেশে পাড়ি দেওয়ার আগে

নিরন্তর প্রচেষ্টা চলে মস্তিষ্কের সেরিব্রামে,

চিনে ফেলতে চায় পরম্পরা।

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন