মহুয়া বনে রাত ঋতি
====================
একটা সময় দু'হাত পেতে দাঁড়িয়েছি পেটের জরুরি দায়
কখনো টিটকিরি রোগা পেট আরও কত খায়,
হঠাৎই লোকগুলোর গায়ে মৃত পশুর গন্ধ
অনুদানের আবহে ফিরে আসে যখের ধন ঘরে,
ক্যামেরার মুখে মুখোশ খুলে পড়ে মধুময় কথা
সকল মায়েরা তাদের নির্যাসে ঘিরে সংসার জীবন।
#
ক্ষুধার্ত পেটের সংখ্যার চাইতে ভোটের সংখ্যা হিসেব
চেনা ছন্দে উড়ে বেড়ায় স্মিত হাসি মোড়া মুখোশ
পথশ্রান্ত শরীর বোঝে কি টানে বেঁধেছে ধুলার ধরনী।
নিত্য প্রাণের হিম্মত বেঁচে থাকে কথা স্বর প্রতিধ্বনি
করিতকর্মা মন্দির উৎসব খেলা নেচে ওঠে সবিনয়ে।
#
জীব জন্তু পৃথিবী ময় বন্ধ্যা সে হিসেবী যন্ত্র গণক
শেষ ঘণ্টার প্রদর্শনী ম্যাচ চাই চাই রাজ্যপাট---
বাবা মা সন্তান সন্ততি ভেজা চোখ বোঝে আবাহনী,
আবারও জঙ্গলে বাঘ কেউ শোনালো মোহময় ভাষা
দক্ষিণ রায় বনদেবী আবার মহুয়া বনে রাত রতি।
====================
একটা সময় দু'হাত পেতে দাঁড়িয়েছি পেটের জরুরি দায়
কখনো টিটকিরি রোগা পেট আরও কত খায়,
হঠাৎই লোকগুলোর গায়ে মৃত পশুর গন্ধ
অনুদানের আবহে ফিরে আসে যখের ধন ঘরে,
ক্যামেরার মুখে মুখোশ খুলে পড়ে মধুময় কথা
সকল মায়েরা তাদের নির্যাসে ঘিরে সংসার জীবন।
#
ক্ষুধার্ত পেটের সংখ্যার চাইতে ভোটের সংখ্যা হিসেব
চেনা ছন্দে উড়ে বেড়ায় স্মিত হাসি মোড়া মুখোশ
পথশ্রান্ত শরীর বোঝে কি টানে বেঁধেছে ধুলার ধরনী।
নিত্য প্রাণের হিম্মত বেঁচে থাকে কথা স্বর প্রতিধ্বনি
করিতকর্মা মন্দির উৎসব খেলা নেচে ওঠে সবিনয়ে।
#
জীব জন্তু পৃথিবী ময় বন্ধ্যা সে হিসেবী যন্ত্র গণক
শেষ ঘণ্টার প্রদর্শনী ম্যাচ চাই চাই রাজ্যপাট---
বাবা মা সন্তান সন্ততি ভেজা চোখ বোঝে আবাহনী,
আবারও জঙ্গলে বাঘ কেউ শোনালো মোহময় ভাষা
দক্ষিণ রায় বনদেবী আবার মহুয়া বনে রাত রতি।

অচেনা উচ্চারণ
====================
অতটা জীর্ণ নয় অক্ষর মালা যতটা হাড় জিরজিরে আমি
তবুও অক্ষরগুলি হাতে এলে কেমন প্রতিমা হয়ে যায়,
এভাবেই রাতগুলো অন্ধকার টেনে আনে চোখ
দেখতে পাই অক্ষরগুলো জোনাকি চন্দ্রাতপ
কাছে দূরে অনেকেই ঘিরে ধরে ফুলের নরম পাঁপড়ি।
#
দীর্ঘশ্বাস নিলে ঘ্রাণে আসে নতুন ধানের গন্ধ হেমন্ত হাওয়া
কিছু চেনা অচেনা সুগন্ধি ফুলেদের বন বাতাসী খেলা
সকল বদল গর্হিত চিহ্ন বইছে গাছের শরীর
মানুষতো উন্মোচিত প্রগাঢ় কেতাদুরস্ত বিষয় বাসনা বোধে
শ্রীময়ী সংকেত টানে পছন্দের বাতাস ভরেছে শূন্যতা।
#
দেশান্তরি মানুষের মতো পাখিদেরও ভাষা চিরন্তন
কিছু ভাষা ভেসে আসে ভেজা দৃষ্টি পথে পাঁপড়ি ফুলে
বন জানে বসন্ত কথা আচট জমিন শিকড়ের টান
অচেনা উচ্চারণ ভাসে চাঁদ গ্রহ নক্ষত্র জোনাকি রাতে
নিঃশব্দে মানুষের ভেতর জমে থাকে নিদারুণ অক্ষর ক্ষুধা।
====================
অতটা জীর্ণ নয় অক্ষর মালা যতটা হাড় জিরজিরে আমি
তবুও অক্ষরগুলি হাতে এলে কেমন প্রতিমা হয়ে যায়,
এভাবেই রাতগুলো অন্ধকার টেনে আনে চোখ
দেখতে পাই অক্ষরগুলো জোনাকি চন্দ্রাতপ
কাছে দূরে অনেকেই ঘিরে ধরে ফুলের নরম পাঁপড়ি।
#
দীর্ঘশ্বাস নিলে ঘ্রাণে আসে নতুন ধানের গন্ধ হেমন্ত হাওয়া
কিছু চেনা অচেনা সুগন্ধি ফুলেদের বন বাতাসী খেলা
সকল বদল গর্হিত চিহ্ন বইছে গাছের শরীর
মানুষতো উন্মোচিত প্রগাঢ় কেতাদুরস্ত বিষয় বাসনা বোধে
শ্রীময়ী সংকেত টানে পছন্দের বাতাস ভরেছে শূন্যতা।
#
দেশান্তরি মানুষের মতো পাখিদেরও ভাষা চিরন্তন
কিছু ভাষা ভেসে আসে ভেজা দৃষ্টি পথে পাঁপড়ি ফুলে
বন জানে বসন্ত কথা আচট জমিন শিকড়ের টান
অচেনা উচ্চারণ ভাসে চাঁদ গ্রহ নক্ষত্র জোনাকি রাতে
নিঃশব্দে মানুষের ভেতর জমে থাকে নিদারুণ অক্ষর ক্ষুধা।

প্রসন্নতা আগলে চাষি বৌ
====================
জন্মসূত্রে কপালে এঁকেছে বাজবরণের দাগ
অনেকটা দিন পেরিয়ে গেছে এখন
অদ্ভুত এক বেহায়া সময় খামছে ধরছে বুক
উদ্ধৃত ভঙ্গি এমন সবেতেই চাই চাই বিপন্ন জীবন
ধ্বস্ত রমণী রমণের মতো জড়িয়ে বিজাতীয় অসুখ !
#
হাজারো যন্ত্রণা ছেঁকে ধরেছে জল মাটি হাওয়া
ঘরে ঘরে অবসন্ন অরণ্য কালের বিষণ্ণ কথা
কালো ওড়নায় ঢেকে আছে বর্ষা ঘন মেঘ
গোঁয়ার সময় ভিজিয়েছে কাক রঙ চুল
মনের ভেতর জমে উঠেছে অলীক স্বপ্ন সুখ।
#
মাটির ঘরের দেয়ালে বহু চূর্ণ একটি আয়না
বৃষ্টির মতো বিরূপ সহস্র মুখে তীব্র ধিক্কার
উঠোনে দাঁড়িয়ে নীল সাদা হাসি মুখ
বেমালুম চেপে গেছে খাদ্যাখাদ্যে নীতির অসুখ।
#
জলছবি কথা রঙের দখলদারি বুদ্ধিজীবী কথা
আকাশে নীলের বদল ছুঁয়েছে গোধূলি গেরুয়া
এখন বসুন্ধরা গর্ভে ধরেছে সবুজধানের চারা
নবান্ন দুধের শস্যে প্রসন্নতা আগলে চাষী বউ।
====================
জন্মসূত্রে কপালে এঁকেছে বাজবরণের দাগ
অনেকটা দিন পেরিয়ে গেছে এখন
অদ্ভুত এক বেহায়া সময় খামছে ধরছে বুক
উদ্ধৃত ভঙ্গি এমন সবেতেই চাই চাই বিপন্ন জীবন
ধ্বস্ত রমণী রমণের মতো জড়িয়ে বিজাতীয় অসুখ !
#
হাজারো যন্ত্রণা ছেঁকে ধরেছে জল মাটি হাওয়া
ঘরে ঘরে অবসন্ন অরণ্য কালের বিষণ্ণ কথা
কালো ওড়নায় ঢেকে আছে বর্ষা ঘন মেঘ
গোঁয়ার সময় ভিজিয়েছে কাক রঙ চুল
মনের ভেতর জমে উঠেছে অলীক স্বপ্ন সুখ।
#
মাটির ঘরের দেয়ালে বহু চূর্ণ একটি আয়না
বৃষ্টির মতো বিরূপ সহস্র মুখে তীব্র ধিক্কার
উঠোনে দাঁড়িয়ে নীল সাদা হাসি মুখ
বেমালুম চেপে গেছে খাদ্যাখাদ্যে নীতির অসুখ।
#
জলছবি কথা রঙের দখলদারি বুদ্ধিজীবী কথা
আকাশে নীলের বদল ছুঁয়েছে গোধূলি গেরুয়া
এখন বসুন্ধরা গর্ভে ধরেছে সবুজধানের চারা
নবান্ন দুধের শস্যে প্রসন্নতা আগলে চাষী বউ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন