পাথরের হৃদ্যতা
===================
সে তো আজব এক কথা ! পাথরের আবার হৃদ্যতা !
জন্মায় যদি- পাথরের খাঁজে খাঁজে- বৃক্ষ তরু লতা
প্রকৃত কবি- পাথরেই খুঁজে পায়- প্রাণের সত্ত্বতা।
হোক সে গগনচুম্বি- খিল আঁটা- উল্কাপিন্ডের ঘর !
সময়ে পাথরেরও দুচোখে- ঝরে অশ্রু ঝরঝর
দেখে গুমড়ে উঠে কবির অন্তর- বোঝেনা পাথর।
কবিত্বধারী কবি- অক্ষয় অমর, গোনেনা বছর !
যেন জন্ম- জন্মান্তর- কবির বছরও অনশ্বর
করে ধারণ এমন প্রেম, যার ধারে- হারে খঞ্জর।
ওহে পাথর- খিল এঁটে কত আর দিবে তুমি ঘুম !
খুলে কপাট- দেখো একটিবার, কবি নির্ঘুম
শুভ্র আকাশ- হবে রাত নিঝুম ! তা বুঝে নিলুম।
হয়ত কখনো আর- পাথর গায়ে দেবোনা হেলান !
পানির উপর- পাথুরে দ্বীপে- বইবেনা প্রণিধান
বন্ধ কপাটে- হবে অনুরণিত- কবির অনুধ্যান ।
খুলবে- কপাট খুলবে, গিরিরও- কপাট খুলবে
কবির শুভ্র যৌবনা প্রেমের- মর্ম তখন বুঝবে ।
===================
সে তো আজব এক কথা ! পাথরের আবার হৃদ্যতা !
জন্মায় যদি- পাথরের খাঁজে খাঁজে- বৃক্ষ তরু লতা
প্রকৃত কবি- পাথরেই খুঁজে পায়- প্রাণের সত্ত্বতা।
হোক সে গগনচুম্বি- খিল আঁটা- উল্কাপিন্ডের ঘর !
সময়ে পাথরেরও দুচোখে- ঝরে অশ্রু ঝরঝর
দেখে গুমড়ে উঠে কবির অন্তর- বোঝেনা পাথর।
কবিত্বধারী কবি- অক্ষয় অমর, গোনেনা বছর !
যেন জন্ম- জন্মান্তর- কবির বছরও অনশ্বর
করে ধারণ এমন প্রেম, যার ধারে- হারে খঞ্জর।
ওহে পাথর- খিল এঁটে কত আর দিবে তুমি ঘুম !
খুলে কপাট- দেখো একটিবার, কবি নির্ঘুম
শুভ্র আকাশ- হবে রাত নিঝুম ! তা বুঝে নিলুম।
হয়ত কখনো আর- পাথর গায়ে দেবোনা হেলান !
পানির উপর- পাথুরে দ্বীপে- বইবেনা প্রণিধান
বন্ধ কপাটে- হবে অনুরণিত- কবির অনুধ্যান ।
খুলবে- কপাট খুলবে, গিরিরও- কপাট খুলবে
কবির শুভ্র যৌবনা প্রেমের- মর্ম তখন বুঝবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন