আশায় আশায়
================
জানালা খুলে বসে আছি চুপচাপ ।
একদিকে চলছে স্বপ্নফেরি , অন্যদিকে মিথ্যার বেসাতি ।
একদিকে পাঁজর গুঁড়িয়ে মঙ্গলে পা রাখার প্রচেষ্টা ,
অন্যদিকে উন্নয়নের ঢক্কানিনাদ ।
কোনদিকে পথ ?
গণতন্ত্রের যূপকাষ্ঠে সংখ্যার নিরিখে বাঁধা
আমাদের মাথা ।
যে কোনও মুহূর্তে হতে পারে শিরচ্ছেদ ,
কিংবা স্বভূমি থেকে উৎখাত ।
ভোরের আলো কি ফুটবে ?
জানালা খোলাই আছে ।
================
জানালা খুলে বসে আছি চুপচাপ ।
একদিকে চলছে স্বপ্নফেরি , অন্যদিকে মিথ্যার বেসাতি ।
একদিকে পাঁজর গুঁড়িয়ে মঙ্গলে পা রাখার প্রচেষ্টা ,
অন্যদিকে উন্নয়নের ঢক্কানিনাদ ।
কোনদিকে পথ ?
গণতন্ত্রের যূপকাষ্ঠে সংখ্যার নিরিখে বাঁধা
আমাদের মাথা ।
যে কোনও মুহূর্তে হতে পারে শিরচ্ছেদ ,
কিংবা স্বভূমি থেকে উৎখাত ।
ভোরের আলো কি ফুটবে ?
জানালা খোলাই আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন