অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতাগুচ্ছে নাসির ওয়াদেন

  


        

দিনভর রাতভর
===============


সোনালি রঙে রাঙা নিঝুম রাত
হলুদ দিনের কথা কে না জানে
কীভাবে পেরিয়ে যায় সংঘাত
তুমি যা জানো কেউ কী তা জানে ?

যা ভাবি আমি তোমরা ভাবছ অন্যকিছু
জোৎস্নাচাদরে ঢাকা আলো
অন্ধকার ছিঁড়ে খাওয়া সবুজ সকাল
দিনভর রাতভর শুধু জমকালো


সত্যিকারের আলো নিভে নাকো কোনদিন
মিথ্যে বলেবলে আর ঢাকা যাবে না এ ঋণ






আড়াল
===============


হাসিকান্নাদের সাথে ঘরকন্না করতে করতেই
হারিয়ে ফেলি সম্ভ্রম, সত্ত্বা, বিবেক, জ্ঞাতি

বিবেকের মুখ লুকিয়ে রাখি নীরবদিনে
অপলাপ দিয়ে ঢাকি অহংকার প্রতিশ্রুতি

প্রজাপতি রঙিন ডানা দিয়ে সূর্যকে যত ঢাকে
আড়ালের অপকর্মরা জীবনকে ফেলে ফাঁকে






গন্ধ
===============


কত গন্ধ বৃষ্টিরাতে শুঁকি কত শ্মশানে মৃত্যুস্বাদ খুঁজি
শেষ অস্তিত্বকেও গুমরে গুমরে জ্বলতে দেখছি

সেই চিতার নৈঃশব্দ্যে ভালবাসাআগুন সুগন্ধি ছড়ায়





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন