শ্রাবণের রঙ
=======================
ঈশানে বেঁধেছো ঘর
জীবন সমাচার।
কখনো তাঁবু গড়ো
পূর্বে, কখনো পশ্চিমে।
রঙ কালো, মেয়েটার চুল
আকাশের ঠিকানা কোনো মেয়ের শরীর।
বৃষ্টির ধারা যেন হাসি তার,
প্রাণের উচ্ছলতা।
চোখে মুখে শ্রাবণের রঙ
প্রেমিক বিরহে কাতর মন।
এসো, মেঘ বৃষ্টি হয়ে, দেরি নয়!
ধুয়ে দাও সবুজের মলিনতা।
=======================
ঈশানে বেঁধেছো ঘর
জীবন সমাচার।
কখনো তাঁবু গড়ো
পূর্বে, কখনো পশ্চিমে।
রঙ কালো, মেয়েটার চুল
আকাশের ঠিকানা কোনো মেয়ের শরীর।
বৃষ্টির ধারা যেন হাসি তার,
প্রাণের উচ্ছলতা।
চোখে মুখে শ্রাবণের রঙ
প্রেমিক বিরহে কাতর মন।
এসো, মেঘ বৃষ্টি হয়ে, দেরি নয়!
ধুয়ে দাও সবুজের মলিনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন