অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

গুচ্ছকবিতায় সুকান্ত মজুমদার

 
এমনি এমনে
=====================



তুমি আমি দুজনেই আর নেই -

নেই সেই কালো রাতের

মুষ্টিবদ্ধ স্মরণের জোনাই আলো,

হারিয়ে ফেলা বিগত মুখের

বিষন্ন চাহনির বিরল ছায়া মেখে

শ্রাবণ কাতর মেঘেরা আজ ঢলঢল।





স্মরণীয়
=====================



হাসতে পারি তোমাকে ছাড়াই

চলতে পারি তুমি বিনা -

শুধু প্রাণহীন জীবনে মন নিয়ে

বসে থাকা একদল ভ্রমের ভ্রমর মত

প্রতিক্ষণ আবেশ শূন্য কৃত্রিম গন্ধ,

তোমার অগম্য অভিলাষের দেহজ

বর্ষার খানা খন্দে নিস্ফল ভেকের রব

আঙুলের স্পর্শ গোনার মন্দ্রিত ছন্দ।









অর্থাৎ তুমি
=====================



পথ তুমি নিথর ধুলোসার হয়ে রও

তোমার বুকের প্রতিটি ধুলোকণার

অক্ষরে যাওয়া, ফিরে আসার

নীরব মৌনতা লেখা রয়।

চৈতিরাতে জোৎস্নামাখো সারাদেহে

শ্রাবণ সন্ধ্যায় অশ্রুসিক্ত হও বৃষ্টি ছন্দে,

পথিক শূণ্য বুকে দুচোখ মেলে

চেয়েরও তারাদের পানে স্মৃতি গন্ধে -

অর্থাৎ তুমি সে নও .........।



মিশ্রণ
=====================




চেয়ে দেখেছি বাদলা দিনের

কদম ফুলের সিক্ত দেহের লজ্জা,

ছুঁয়ে পেয়েছি প্রেম, কোচুর পাতায় বৃষ্টি

ফোটার লুকিয়ে থাকা শিহরণে।

ভিজেওছি পাখপাখালির মত

বাদল দিনের নিরবিচ্ছিন্ন আলিঙ্গনে।

আজ সাধের কয়েক ফোঁটা নোনাজল

মিশবেনা কি অনাবিল সুখ ধারার সনে?



 

 

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন